Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

4 years UG course in Bengal: শুরু হল প্রস্তুতি, কবে থেকে বাংলায় চালু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স?

Updated :  Tuesday, April 11, 2023 10:02 PM

প্রাথমিকভাবে গত বছর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চার বছরের স্নাতক কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। তবে এই মুহূর্তে পরিকাঠামোর অভাবে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর এ বছরও বিজ্ঞপ্তি জারি করে চার বছরের স্নাতক কোর্স চালু করার সিদ্ধান্ত দিয়েছে ভারত সরকার। জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক ভাবে চললে ২০২৪ এর শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে চার বছরের স্নাতক কোর্স। এর জন্য চলতি শিক্ষাবর্ষ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। এই নিয়ে গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য আশীষ চট্টোপাধ্যায়।

গতকাল আচমকা কলকাতা বিশ্ববিদ্যালয় পা রেখেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদাধিকার বলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য। এই আবহে তিনি কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন। বিভিন্ন কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন, পরের শিক্ষাবর্ষ থেকে তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক কোর্স চালু করা হবে। তবে এবছর তা কোন ভাবেই চালু করা সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানতে চাওয়া হয়, এ বছর থেকে কেন চার বছরের কোর্স চালু করা সম্ভব হবে না? জবাবে অধিকাংশ অধ্যক্ষরা বলেন, পরিকাঠামোর অভাব রয়েছে এবং নতুন শিক্ষানীতি ব্যবস্থা চালু করার আগে কিছু কর্মশালা আয়োজনের সুপারিশ প্রয়োজন। সেই কারণেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় নতুন পাঠ্যক্রম নিয়ে কর্মশালা শুরু করার পরেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে চার বছরের কোর্স চালু করা হবে। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তর এই উদ্যোগে শামিল হয়েছে।