Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪ বছর সম্পূর্ণ হল সুশান্ত সিং রাজপুতের অন-স্ক্রিন ম্যাজিক ‘এমএস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’

নীরজ পান্ডে পরিচালিত বায়োপিক এমএস ধোনি-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিলো M.S. Dhoni: The Untold Story। ২০১৬ র ৩০ শে সেপ্টম্বর মুক্তি পেয়েছিল মুভিটি। আজ তার ৪ বছর সম্পন্ন হলেও…

Avatar

নীরজ পান্ডে পরিচালিত বায়োপিক এমএস ধোনি-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিলো M.S. Dhoni: The Untold Story। ২০১৬ র ৩০ শে সেপ্টম্বর মুক্তি পেয়েছিল মুভিটি। আজ তার ৪ বছর সম্পন্ন হলেও রিল-এর এমএস ধোনি আজ আর নেই। সুশান্তের অকালে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেননি।

৪ বছর সম্পূর্ণ হল সুশান্ত সিং রাজপুতের অন-স্ক্রিন ম্যাজিক 'এমএস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি'

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলছে সিবিআই তদন্ত। এখনও সুশান্তের মৃত্যু কেস অমীমাংসিত। এক কঠিন জালে জড়িয়ে রয়েছেন প্রয়াত অভিনেতা, যেখান থেকে তার মৃত্যু রহস্য উন্মোচন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে নীরজ পান্ডে পরিচালিত ‘এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সেদিন ব্লকবাস্টার হিট করেছিল। সুশান্তের ম্যাজিক সেদিন সবার নজর ছিনিয়ে নিয়েছিল। কিন্তু একটু খোঁজ খবর নিলেই জানা যায় যে সিনেমায় দেখানো সবকটি ঘটনা হয়তো সত্যি নয়। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য অধিনায়কের সাফল্যের দিকটিকেই বেশি হাইলাইট করা হয়েছে। যার একটি পয়েন্ট তুলে ধরা হল, সিনেমায় দেখানো হয়েছিল যে মহেন্দ্র সিং ধোনি নিজের জীবনের প্রথম ভালোবাসা প্রিয়াঙ্কা ঝাঁ-এর সঙ্গে তার প্রথমবার যখন দেখা হয় তখন ধোনি ২০০৫ এ পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দলে রয়েছেন।কিন্তু বাস্তবে প্রিয়াঙ্কার সাথে ধোনির দেখা হয় যখন তখন ধোনি ভারতীয় এ দলের সদস্য হিসাবে কেনিয়ায় উড়ে যাচ্ছেন ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। বাস্তবে প্রিয়াঙ্কা যখন দুর্ঘটনায় মারা যান তখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি ধোনি।

৪ বছর সম্পূর্ণ হল সুশান্ত সিং রাজপুতের অন-স্ক্রিন ম্যাজিক 'এমএস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি'

সিনেমাটি বানানোর সময় ধোনির পরিবারের খুব কাছাকাছি এসেছিলেন সুশান্ত। এমনকি সুশান্তের মিষ্টি ব্যবহার আর প্রাণখোলা হাসি জয় করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির কন্যারও।

৪ বছর সম্পূর্ণ হল সুশান্ত সিং রাজপুতের অন-স্ক্রিন ম্যাজিক 'এমএস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি'

ধোনির জীবনের বেশ কিছু ঘটনাকে পরিবর্তন করা হয়েছে সিনেমার প্রয়োজনে, কিন্তু তাও আজকের দিনে দাড়িয়ে রিল-লাইফের ধোনি ( Sushant Sing Rajput) আর নেই আমাদের মধ্যে।

৪ বছর সম্পূর্ণ হল সুশান্ত সিং রাজপুতের অন-স্ক্রিন ম্যাজিক 'এমএস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি'

About Author