Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উত্তপ্ত শীতলকুচি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪ তৃণমূল সমর্থক

চতুর্থ দফার নির্বাচনে এবারে গুলি চালানোর অভিযোগ। আর কোনো দলের সমর্থকদের বিরুদ্ধে না, এবারের অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কোচবিহার এর শিতলকুচি এলাকা আগের দিন থেকেই বেশ তপ্ত আছে। একের…

Avatar

By

চতুর্থ দফার নির্বাচনে এবারে গুলি চালানোর অভিযোগ। আর কোনো দলের সমর্থকদের বিরুদ্ধে না, এবারের অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কোচবিহার এর শিতলকুচি এলাকা আগের দিন থেকেই বেশ তপ্ত আছে। একের পর এক এলাকায় সমস্যার ঘটনা আমাদের সামনে এসেছে। আর এবারে তৃণমূল কর্মীদের সরাসরি গুলি করে হত্যার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শীতলকুচি র ১২৬ নম্বর বুথে।

শীতল কুচির জোড় পাটকিতে ৪ জন তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা আজকে সকালে। তৃণমূল কর্মীদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এই চারজনের মৃত্যু হয়েছে। তারা জানিয়েছেন, আগের দিন রাত থেকে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। তারপর সকাল থেকেই তারা সমস্যা শুরু করে। তৃণমূল কর্মী সমর্থকদের আরো অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে বিজেপির দালালি করার জন্য এখানে রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারা জানিয়েছেন, শনিবার সকাল থেকে তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু কেন্দ্রীয় বাহিনী একটা পরিস্থিতির নিজেরা তৈরি করে ৪ জনকে গুলি করে হত্যা করেছে। তাদের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতাল সূত্রে খবর তাদের ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে, একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ৪ জন না, ৮ জনের গায়ে গুলি লেগেছে। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

About Author