Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই রাশির জাতকদের জীবনে আসবে সাফল্য, চাকরিতে হবে উন্নতি, বাড়বে আয়

এপ্রিল মাসের শুরু তেই অনেক হেরফের হচ্ছে গ্রহ নক্ষত্রের। এই মাসেই অনেক রাশির জাতকদের হবে ভগ্যদোয় এই গ্রহ বদলের জন্যে। উন্নতি আটকে ছিল চরকির ক্ষেত্রে এখন মিলবে সাফল্য। আয় হবে…

Avatar

এপ্রিল মাসের শুরু তেই অনেক হেরফের হচ্ছে গ্রহ নক্ষত্রের। এই মাসেই অনেক রাশির জাতকদের হবে ভগ্যদোয় এই গ্রহ বদলের জন্যে। উন্নতি আটকে ছিল চরকির ক্ষেত্রে এখন মিলবে সাফল্য। আয় হবে খুব, প্রচুর টাকার আমদানির ও সম্ভবনা রয়েছে তাদের।আসুন জেনে নেয়া যাক কোন কোন রাশির জাতকদের হবে ভগ্যদোয়:-কন্যা রাশি:- কোনো দামী সামগ্রী কিনতে ইচ্ছুক জাতক কিনতে পারেন ঘরের জন্যে দরকারি সামগ্রী লাভ হবে। সরকারি চরকি করলে রয়েছে বদলির সম্ভাবনা, পদ উন্নতির ও যোগ রয়েছে তাদের। ব্যাবসা শুরু করার সঠিক সময় কন্যা রাশির জাতকদের, বারবে মান- সন্মান।মিথুন রাশি:- আয় করার জন্যে সঠিক সময়। আটকে থাকা বিয়ের কথা এবার সফল হবেন। কিছু সুখবর পাওয়ার সম্ভবনা আছে। অনেক দিনের আটকে থাকা কাজেও মিলবে পূর্ণতা বা সাফল্য। শনি গোচর হবে এই রাশির থেকে তাই ভাগ্য উদয়ের অনেক সম্ভবনা রয়েছে।মকর রাশি:- শনি গোচর হবেন ও প্রবেশ করবেন কুম্ভ রাশির ঘৃহে। তাই এই রাশির জাতকদের জন্যে সু – সময় শুরু। বারবে মান সন্মান ও অর্থে দিকে অনেক লাভ আসবে। জীবনে নতুন সুযোগ আসতে পারে কিন্তু সাস্থের দিকে নজর রাখতে হবে।এর পাশাপাশি ৭ এপ্রিল মঙ্গল প্রবেশ করবে কম্ব রশিতে ও পরের দিন বুধ গোচর করবেন মেষ রাশির ঘরে। রাহু ও কেতুও এই মাসে রাশি পরিবর্তন করবে। আবার সূর্য গোচর করবে মেষ রাশিতে ও বুধের সাথে যোগ তৈরি হবে। তারপর মীন রাশিতে গোচর হবে সুখরের। সবশেষে ২৯ এপ্রিল শনি রাশি পরিবর্তন করে কম্বে প্রবেশ করবেন।
About Author