আজ ২৮শে এপ্রিল, মঙ্গলবার। নিজের রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।মেষঃ যারা রাজনীতির সাথে যুক্ত, তাদের জন্য আজ শুভ নয়। রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।বৃষঃ আজ আপনার দিনটি চিন্তান্বিত ভাবে কাটতে পারে। হতাশ না হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন।মিথুনঃ আজকের দিনটি আপনার বিশেষ শুভ নয়। উদ্বেগের বৃদ্ধি পেতে পারে।কর্কটঃ আজ আপনার খুবই ভালো কাটবে। প্রতিভার বিকাশ ঘটতে পারে।সিংহঃ আজ আপনার বিশেষ ভাবে ভালো কাটবে। নেতৃত্ব লাভ করতে পারেন।কন্যাঃ চাকুরীক্ষেত্রে আজ খুবই শুভ। নতুন কর্মের সুযোগ আসতে পারে।তুলাঃ পারিবারিক দিক দিয়ে শুভ। আত্মীয়ের সমাগম ঘটতে পারে।বৃশ্চিকঃ আজ আপনার হতাশা দেখা দিতে পারে। পরিবারের সাথে সময় কাটান।ধনুঃ আজ আপনার আশাভঙ্গ হতে পারে। তবে চিন্তা না করে নতুন করে শুরু করুন।মকরঃ কর্মক্ষেত্রে খুবই শুভ। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।কুম্ভঃ শারীরিক দিক দিয়ে ভালো যাবে না। আমাশয়ে কষ্ট পেতে পারেন।মীনঃ আজ কলহ ও বিবাদের আশঙ্কা রয়েছে। ভেবেচিন্তে পদক্ষেপ নিন।