Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“অক্সিজেন না পেয়ে মৃত্যু ২৫, আর চলবে ২ ঘন্টা”, মর্মান্তিক ঘটনা দিল্লির গঙ্গারাম হাসপাতাল

Updated :  Friday, April 23, 2021 10:12 AM

করোনা ভাইরাস সংক্রমণের গগনচুম্বী গ্রাফ গোটা দেশবাসীকে উদ্বেগে ফেলছে। ভাইরাসের এই নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি সংক্রমিত হচ্ছে এবং মৃত্যুহার বাড়াচ্ছে। দেশজুড়ে দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ৩ লাখ অতিক্রম করেছে। দেশের রাজ্যগুলিতে করোনা রোগীর জন্য পাওয়া যাচ্ছে না হাসপাতাল বেড। অনেক রাজ্যে অক্সিজেন যোগানের অভাব দেখা যাচ্ছে। আর করোনা চিকিৎসার জন্য যে অক্সিজেন খুব বেশি গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলতে গেলে করোনার দ্বিতীয় ঢেউ ভারতের স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামোর ভিত নাড়িয়ে দিয়েছে।

এরইমধ্যে দিল্লির এক হাসপাতালে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। অক্সিজেনের অভাবে নিঃশ্বাস না নিতে পেরে মৃত্যু হয়েছে ২৫ জন করোনা রোগীর। মুমূর্ষু রোগীগুলি হাসপাতালে ভর্তি থাকলেও তাদের মুখের কাছে ধরার মতো কোনো অক্সিজেন ছিল না। আর শেষ পর্যন্ত অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ২৫ জন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে দিল্লি গঙ্গারাম হাসপাতাল। সেখান থেকে জানানো হয়েছে, “যতটুকু অক্সিজেন মজুদ রয়েছে তা দিয়ে শুধুমাত্র ২ ঘন্টা চালানো যাবে। তারপর কি হবে?” উত্তর নেই কারুর কাছে।

জানা গিয়েছে ওই গঙ্গারাম হাসপাতাল বর্তমানে ৬০ জন মুমূর্ষু রোগী এবং ৫০০ এর বেশি করোনা আক্রান্ত ভর্তি রয়েছে। গত তিনদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের কাতর আরজি জানালেও কোন লাভ হয়নি। আর তার ফলে ঘটে গেল এত বড় বিপত্তি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতকাল হরিয়ানার ফর্টিস হাসপাতাল টুইট করে কাতর আর্জি জানায় যে তাদের ৪৫ মিনিটের মধ্যে অক্সিজেন শেষ হয়ে যাবে। রোগীদের প্রাণ বাঁচানোর জন্য সাহায্য করুন। দেশজুড়ে একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে। আর তাতেই পাল্লা দিয়ে বাড়ছে রোগী মৃত্যুর সংখ্যা।