Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Madhyamik Exam: কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা? দেখে নিন ২০২৫-এর পরীক্ষার রুটিন

Updated :  Sunday, December 8, 2024 11:35 AM

২০২৪ এখন সমাপ্তির লগ্নে দাঁড়িয়ে। আর মাত্র ২২ দিন পরে নতুন বছরকে স্বাগত জানাবে পুরো পৃথিবী। ইতিমধ্যে ২০২৫ সালের পরিকল্পনা শুরু করে দিয়েছেন সবাই। কে কোথায় বেড়াতে যাবে কিংবা কে কোন পেশার সাথে যুক্ত হবে, তা নিয়ে চলছে জোরদার আলোচনা। পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। তবে এত কিছুর মধ্যেও দুশ্চিন্তায় রয়েছে দেশের লাখ লাখ মাধ্যমিক পরীক্ষার্থী। কবে থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে, কতদিন ধরেই বা চলবে সেই পরীক্ষা, তা নিয়ে রয়েছে হাজারও প্রশ্ন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে আলোকপাত করতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

বরাবরের মতোই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারিতে। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত পরীক্ষার সময়সূচিতে দেখা যাচ্ছে, আগামী ১০টি ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। দীর্ঘ এই সময় সূচির মধ্যে কোন দিন কি পরীক্ষা থাকছে চলুন জেনে নেওয়া যাক।

গত বছরের ন্যায় এ বছরও বাংলা পরীক্ষার মাধ্যমে শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৫ অভিযান। তবে এবার ছুটির পরিমাণটা থাকছে বেশি। বাংলা পরীক্ষা শেষ হতে না হতেই পরের দিন অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এরপর অবশ্য কিছুটা নিঃশ্বাস খেলার সময় পাবে তারা। ৩ দিন বিশ্রামের পর অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি দিতে হবে অংক পরীক্ষা। এরপর একদিনের ছুটি নিয়েই ১৭ই ফেব্রুয়ারিতে ইতিহাস পরীক্ষায় বসতে হবে ছাত্রছাত্রীদের। এরপর অবশ্য থাকছে টানা পরীক্ষার রুটিন। ১৮,১৯ এবং ২০শে ফেব্রুয়ারি যথাক্রমে ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ২২শে ফেব্রুয়ারি রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

Madhyamik Exam: কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা? দেখে নিন ২০২৫-এর পরীক্ষার রুটিন