Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আত্মসমর্পণ জঙ্গির!! ভাইরাল ভিডিও দেখে সেনাদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয়দের

ইতিমধ্যেই ভারতীয় সেনার একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে এক জন জঙ্গিকে আত্ম সমর্পণ করতে দেখা গেছে। জঙ্গির বয়স বয়স বছর কুড়ি, বেশ কিছু দিন আগেই জঙ্গিদলে সে নাম লিখিয়েছিলো। কিন্তু…

Avatar

ইতিমধ্যেই ভারতীয় সেনার একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে এক জন জঙ্গিকে আত্ম সমর্পণ করতে দেখা গেছে। জঙ্গির বয়স বয়স বছর কুড়ি, বেশ কিছু দিন আগেই জঙ্গিদলে সে নাম লিখিয়েছিলো। কিন্তু জঙ্গিদের ডেরায় হানা দিতেই তাকে হাতেনাতে ধরে ফেলে ভারতীয় সেনারা। ভিডিওতে দেখা গিয়েছে

https://twitter.com/AlphaWo40963407/status/1317060980992483329?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1317060980992483329%7Ctwgr%5Eshare_3%2Ccontainerclick_0&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fleave-the-jersey-and-come-forward-son-no-one-will-shoot-give-him-water-surrendered-militant_345411.html

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কয়েক মিটার দূরে অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে সদ্য জঙ্গি দলে যোগ দেওয়া ওই যুবক। তাঁকে প্রায় ঘিরে ফেলেছে সেনা জওয়ান। আর এরপরেই ঘটে গেলো অবাক করা ঘটনা।

সেনা অফিসার ওই যুবককে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, “কউ গুলি চালাবে না। বেটা তোমার কিচ্ছু হবে না। এগিয়ে এসো। কেউ কিছু করবে না। এগিয়ে এসো ছট্টু। প্যান্ট পরে নাও তুমি। অস্ত্র ফেলে চলে আসো আমাদের কাছে”।

আত্মসমর্পণ জঙ্গির!! ভাইরাল ভিডিও দেখে সেনাদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয়দের

এরপরেই ওই যুবক সেনা অফিসারের কথা মতন আত্মসমর্পণ করে। এর পরে অফিসার বলেন, “জল দাও ওকে। ভুল করে ফেলছ তুমি। এই ভুল আর করবে না”। আর এই ভিডিও সামনে আসতে না আসতেই  ভারতীয় সেনারা আবার করে ভারতীয়দের মনে জায়গা করে নেয়।

 

 

About Author