Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারত জুড়ে CAA বিরোধী বিক্ষোভ চলাকালীন ম্যাঙ্গালোরে পুলিশের গুলিতে নিহত ২

Updated :  Friday, December 20, 2019 8:35 AM

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। উত্তর পূর্বের রাজ্যগুলোতে আগুন ছড়িয়েছিল আগেই। এবার সেই আগুনের আঁচ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ হয়ে এসে পৌঁছেছে দিল্লিতে। দক্ষিণের রাজ্যগুলোতেও শুরু হয়ে প্রবল বিক্ষোভ। দিল্লিতে ১৪৪ ধারা জারি, মেট্রো ও মোবাইল পরিষেবা বন্ধ করার পর কর্নাটকেও স্কুল কলেজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। ১৪৪ ধারা জারি করা হয়েছে মধ্যপ্রদেশেও।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া মুখোমুখি বিতর্কে বসার আমন্ত্রণ জানিয়েছেন।

আর পড়ুন : সাজা পাওয়ার আগে মৃত্যু হলে পারভেজ মোশাররফের মরদেহে ইসলামাবাদে তিনদিন ঝুলিয়ে রাখা হবে : পাকিস্তান আদালত

ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের সমর্থনে মুখ খুলেছেন। জনতাকে আন্দোলন বন্ধ না করার আবেদন জানিয়েছেন তিনি। বলিউডের কলাকুশলীদের একাংশ এই আইনের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভকারীদের সমর্থনে এগিয়ে এসেছেন। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে সরকারের। কর্নাটকের ম্যাঙ্গালোরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভে সামিল হওয়ায় গুজরাটে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।