Categories: জ্যোতিষ

শনিবার কেমন কাটবে আপনার দিনটি, জানুন রাশিফল

Advertisement

Advertisement

আজ 14ই মার্চ শনিবার, জ্যোতিষ শাস্ত্রের মতে প্রত্যেক রাশি অনুযায়ী প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

মেষঃ এমন কিছু শিক্ষা পাবেন যাতে ভালো এবং খারাপের উপলব্ধি করতে পারবেন।

Advertisement

বৃষঃ অন্যেরা আপনাকে হিংসা করবে ফলে শত্রুতার যোগ রয়েছে। কথাবার্তা মার্জিত করুন।

Advertisement

মিথুনঃ আজ আপনার ঘোরা, আনন্দ করার দিন।নতুন ব্যবসা শুরু করতে পারেন।

কর্কটঃ পড়াশোনা, কর্মক্ষেত্র বা বাড়িতে খুবই ভালো সময় কাটবে।

সিংহঃ আজ আপনি কর্মক্ষেত্রে খুবই উন্নতি করবেন।

কন্যাঃ কথার মধ্যে জাদু দেখা যাবে।কথা দিয়ে কাজ উদ্ধার হবে।

তুলাঃ আজ আপনার শৌখিনতা বাড়বে।সব মিলিয়ে দুর্দান্ত কাটবে আজকের দিন।

বৃশ্চিকঃ ব্যয় হওয়ার সম্ভাবনা। পড়াশোনায় মনোযোগ দেওয়া জরুরি।

ধনুঃ পারিবারিক দিক থেকে খুবই ভালো কাটবে, কিছু ভালো কাজ করতে পারবেন।

মকরঃ কর্মক্ষেত্রে সুনামের যোগ রয়েছে। কিছু শুভ কাজে ব্যয়যোগও রয়েছে।

কুম্ভঃ আজ অনেক ছোট ছোট সুযোগ পাবেন এবং সেগুলিকে কাজে লাগাতে হবে।

মীনঃ শারীরিক সমস্যা দেখা দিতে পারে।সুচিকিৎসার প্রয়োজন রয়েছে।

 

Tags: horoscope

Recent Posts