Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার কবলে ১২২ জন সিআরপিএফ জওয়ান, আরও বাড়তে পারে সংক্রমণ

Updated :  Saturday, May 2, 2020 12:35 PM

করোনার কবলে দিল্লির ময়ূর বিহারে সিআরপিএফ ব্যাটেলিয়ানের ১২২ জওয়ান। আরও ১০০ জন জওয়ানের শরীর থেকে নমুনা নিয়ে করোনা টেস্টের জন্যে পাঠানো হয়েছে, তবে সেই পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। দিল্লির ময়ূর বিহারে ওই ব্যাটালিয়ানের আরও ৪৫ জন সেনা গত সপ্তাহে করোনায় সংক্রমিত হন, এখন সেই সংখ্যা বেড়ে ১২২-এ পৌঁছে গেছে। বর্তমানে সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে, ওই ব্যাটেলিয়নের সমস্ত জওয়ানকেই কোয়ারান্টাইন করে রাখা হয়েছে এবং তাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৩ এপ্রিল করোনা ভাইরাসের কারণে একজন জওয়ান মারা গেছেন বলে জানা গেছে। ২৪ এপ্রিল ৯ জন জওয়ানের শরীরে করোনা পজিটিভ আসে। ২৫ এপ্রিল আরও ১৫ জন সংক্রমিত হন। এরকমভাবেই করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে বাড়তে ১২২ হয়েছে। করোনা সংক্রমণ রোধ করার জন্য সিআরপিএফ-র নির্দেশে সব ব্যাটালিয়নে গাড়িতে স্যানিটাইজার মেশিন লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। জওয়ানরা যাতে নিজেদের জীবাণুমুক্ত করতে পারেন। ব্যাটালিয়ানের ভিতরে জীবাণুনাশক ছড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া গাড়িতে জওয়ানদের বসার সংখ্যাও কমানো হয়েছে।

গত ২৮ এপ্রিল দিল্লিতে কর্তব্যরত সিআরপিএফের এক সাব-ইন্সপেক্টর(৫৫ বছর)সফদরজং হাসপাতালে মারা যান। অসমের বাসিন্দা এই জওয়ান ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাতেও ভুগছিলেন। এর পাশাপাশি আরও ৩১ ব্যাটেলিয়নের বাকি জওয়ানদের শরীরেও ওই মারণ ভাইরাসের লক্ষণ দেখা গেছে। ওই জওয়ানরা এর আগে কূপওয়ারাতে বহাল থাকা ১৬২ ব্যাটিলিয়নের করোনা আক্রান্ত কিছু প্যারামেডিক্যাল কর্মীদের সংস্পর্শে আসেন আর তারপরেই ওই জওয়ানরা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।