নিউজ

অবশেষে অপেক্ষার অবসান! এই তারিখেই দেশের কৃষকরা পিএম কিষান স্কিমের ১২ তম কিস্তি পাবেন

১২ তম কিস্তি পাওয়ার আগে কৃষকদের কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক

Advertisement

Advertisement

২০১৯ সালের বাজেটের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য পিএম কিষান স্কিমের ঘোষণা করেছিলেন। স্কিম অনুযায়ী দেশের প্রত্যেকটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রত্যেক চার মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকদের ক্ষমতায়ন করতে কেন্দ্রীয় সরকার এই কিষান সম্মান নিধি প্রকল্প চালাচ্ছে। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই ১২ তম কিস্তি কৃষকদের একাউন্টে পৌঁছে যাবে। আর এই কৃষক সম্মান নিধির টাকা পাবেন প্রায় ১১ কোটি কৃষক। ৩০ সেপ্টেম্বর তারিখটি কেন্দ্রীয় সরকার এখনও অফিসিয়ালি ঘোষণা না করলেও, মনে করা হচ্ছে ওই দিনই ১২ তম কিস্তি পাবেন কৃষকরা।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, পিএম কিষান স্কিমের ১১ তম কিস্তি পেয়েছেন প্রায় ১০ কোটির বেশি কৃষক। তবে এবারে ১২ তম কিস্তি দেওয়ার আগে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। যাদের এই ই-কেওয়াইসি থাকবে না তারা ১২ তম কিস্তি থেকে বঞ্চিত হবে। সরকার কৃষকদের ই-কেওয়াইসি করার জন্য চলতি মাসের ৩১ তারিখ অব্দি সময় দিয়েছে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কি করে অনলাইনে কেওয়াইসি আপডেট করবেন।

Advertisement

অনলাইনে KYC আপডেট:

Advertisement

১) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।

২) ডানদিকে উপলব্ধ eKYC বিকল্পে ক্লিক করুন।

৩) আধার কার্ড নম্বর, ক্যাপচা কোড লিখুন এবং সার্চ করুন।

৪) আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর লিখুন।

৫) এখন Get OTP এ ক্লিক করুন এবং প্রাপ্ত OTP লিখুন।

৬) OTP দিলেই সাথে সাথে KYC আপডেট হয়ে যাবে।

কেওয়াইসি আপডেটের পর আপনি যদি যোগ্য কৃষকের তালিকায় পড়েন তাহলে সেপ্টেম্বর মাসের শেষের দিকে অবশ্যই ১২ তম কিস্তির টাকা পেয়ে যাবেন। তবে যোগ্য হওয়া সত্ত্বেও যদি টাকা না আসে তাহলে আপনি সরকারের হেল্পলাইন নম্বরে আপনার সমস্যার কথা জানাতে পারেন। সেই ক্ষেত্রে প্রকল্পের হেল্পলাইন নম্বর ০১১-২৪৩০০৬০৬ নম্বরে ফোন করুন।

Recent Posts