কলকাতায় ক্রমাগত বেড়েই চলেছে কন্টেইনমেন্ট জোন, বর্তমানে সংখ্যা কত?

Advertisement

Advertisement

শহর কলকাতার মন মাতানো হাওয়া, প্রাণবন্ত হাসি আজ যেন দূরে কোথাও চলে গেছে, ক্রমশ শহরজুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক, দুশ্চিন্তার কালো ছায়া। আনন্দের এই শহর জুড়ে করোনার দাপট বেড়ে চলেছে প্রতিনিয়ত। করোনা ক্রমশ দ্রুতগতিতে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। বর্তমানে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩৩৮টি, যা আগে ৩২৬ ছিল।

Advertisement

নতুন তালিকায় উঠে আসা এলাকাগুলির বেশিরভাগই দক্ষিণ কলকাতায় অবস্থিত। উত্তর ও মধ্য কলকাতায় এ পর্যন্ত সর্বাধীক কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ায় কন্টেইনমেন্ট জোনও বৃদ্ধি পায়, বহু এলাকা সিল করা হয়েছে। যাদবপুর , নেতাজিনগর এলাকাতেও আক্রান্তের খোঁজ মিলেছে। বহু এলাকা বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে।  প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তবু অনেক এলাকায় মানা হচ্ছে না সর্তকতা। ১-৯ ও ১৫ নম্বর বোরো, বড়বাজার সংলগ্ন চার নম্বর বোরো ও গার্ডেনরিচ সংলগ্ন ১৫ নম্বর বোরোতে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।

Advertisement

পুরবোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম বোরো কমিটির চেয়্যারম্যানেদের সাথে করোনা নিয়ে বৈঠকে বসবেন বলে জানা গেছে। ভারতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ১৫২ জন, মৃত্যু হয়েছে ২২০৬ জনের।
রাজ্যে ১৯৩৯ জন করোনা পজিটিভ, ১১৩ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪৮।

Advertisement