ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নিষ্ক্রিয় হলো ১১.৫ কোটি প্যান কার্ড, চালু করতে লাগবে ১ হাজার টাকা, তালিকায় আপনার নাম নেই তো?

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে বহুদিন হল

Advertisement

Advertisement

সময়সীমার মধ্যে আধার কার্ড লিঙ্ক না করার কারণে গোটা দেশে নিষিদ্ধ করা হয়েছে ১১.৫ কোটি প্যান কার্ড। পুনরায় এই প্যান কার্ড সক্রিয় করতে গেলে ১০০০ টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে সরকার। এর ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন আমজনতা এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বিষয়টাকে হাতিয়ার করে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, ” নরেন্দ্র মোদি সরকার কি ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে দেশের মানুষের পেটে লাথি মারতে চাইছে? ”

Advertisement

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস একটি আরটিআই এর উত্তরে জানিয়েছে চলতি বছরের ৩০ জুন ছিল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ। এই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত ১২ কোটি প্যান কার্ড লিংক হয়নি। তার জন্য ১১.৫০ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে। এই আর টি আই এর উত্তরে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট অ্যাক্সেস আরো জানিয়েছে, সারাদেশে এই মুহূর্তে ৭০.২৪ কোটি প্যান কার্ড ধারী রয়েছেন যার মধ্যে ৫৭.২৪ কোটি প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যারা প্যান কার্ড লিঙ্ক করেননি, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ভারতে প্যান কার্ড লিঙ্ক করতে খরচ মাত্র ৯১ টাকা। কিন্তু এই নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করতে আপনাকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ প্যান কার্ড সক্রিয় করতে গেলে গ্রাহকদের ১০ গুণ জরিমানা দিতে হবে কেন্দ্রকে।

Advertisement

এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি। এক্স হ্যান্ডেলে বাংলার শাসক দল কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে লিখেছে, ” এখানে মানুষ নিজেদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং পুষ্টির খরচ বহন করতে পারছে না কিন্তু বিজেপি সরকার প্যানকার্ড সক্রিয় করার জন্য এক হাজার টাকা করে চাইছে। প্রধানমন্ত্রী আপনি কি দরিদ্র মানুষদের মেরে ফেলতে চাইছেন?”

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত যাদের প্যান কার্ড হয়েছিল তাদের ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সক্রিয় করাটা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে পুনরায় সক্রিয় করার জন্য এত টাকা দাবি করা মোটেও উচিত নয় বলে জানাচ্ছে বিশিষ্ট মহল। সে ক্ষেত্রে আরও এক বছর সময় বাড়ানো উচিত বলে দাবি উঠেছে। যদিও, কেন্দ্রীয় সরকারের দাবি ২০২২ সালের ৩০ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা এক বছর বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু তার মধ্যেও অনেকে এমন রয়েছেন যারা কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেননি। সেই জন্যই তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

Recent Posts