Categories: নিউজ

৩৭০ ধারার বিপক্ষে কারা কারা ভোট দিয়েছেন? জেনে নিন একবার!

Advertisement

Advertisement

সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫ এ৷ কাশ্মীর নিয়ে তোলপাড় সংসদ, পক্ষে–বিপক্ষে ওলটপালট জোটের হিসাব। বদলে গেলো ৬৯ বছরের ইতিহাস। আড়াআড়ি ভাগ হয়ে গেছে দিল্লির রাজনীতি। রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল৷ বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি, বিপক্ষে ৬১টি৷

Advertisement

মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকারের পাশ করা এই বিলে সায় দেয় নবীন পট্টনায়েকের বিজেডি, মায়াবতীর বিএসপি, কেজরিওয়ালের আম এছাড়া টিআরএস, শিবসেনা, টিডিপি। অন্যদিকে, এই ধারার বিপক্ষে সংসদে সচার হয়েছে সিপিআইএম, টিএমসিপি এবং ডিএমকে, পিডিপি, আরজেডি, জেডিইউ এর মত বিরোধী দলগুলো।

Advertisement