Categories: খেলা

ময়দানে ফিরতে আইসিসিকে চিঠি দিল জিম্বাবোয়ে

Advertisement

Advertisement

ওয়েব ডেস্ক : বিশ্ব ক্রিকেটে বর্তমানে বিতর্কিত একটি দেশ হলো জিম্বাবোয়ে। ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসার অভিযোগে সে দেশ কে নির্বাসিত করেছে আই সি সি। যদিও এ বিষয়ে অনেক জল ঘোলা হয় আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বহু তারকা ক্রিকেটার আইসিসির এই সিদ্ধান্ত কে সমর্থন জানান নি। আইসিসি ও জিম্বাবোয়ে বোর্ডের এই ঝামেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জিম্বাবোয়ে জাতীয় ক্রিকেট দল।

Advertisement

তাই এবার আইসিসির কাছে সরাসরি চিঠি লিখে তারা জানান “তারা কি আদৌ ক্রিকেট খলতে পারবে? নাকি ব্যাট বল আগুনে পুড়িয়ে অন্য পেশা খুঁজবে।’ জিম্বাবোয়ের এক তারকা ক্রিকেটার এদিন বলে দরকার পড়লে তারা বিনা পারিশ্রমিকে ক্রিকেট খেলতে রাজি। আসন্ন টি২০ বিশ্বকাপ কে পাখির চোখ করছে আফ্রিকার এই ক্রিকেট প্রেমী দেশ টি। যদিও রাজনৈতিক পরিস্থিতির বিচারে তা কতোটা সম্ভব তা নিয়ে ধোঁয়াশা আছেই।

Advertisement

মোহনবাগানের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে কি বললেন ‘সবুজ তোতা’? শুনুন

Advertisement

Recent Posts