Categories: খেলা

মোহনবাগানের সামনে আজ প্রেস্টিজিয়াস ফাইট!

Advertisement

Advertisement

সুরজিৎ দাস : আজ ডুরান্ডে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান প্রতিপক্ষ এটিকে। কলকাতা লিগের ম্যাচে পিয়ারলেসের কাছে তিন গোলের লজ্জার হারের পর মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আজ কি পরিকল্পনা নেয় সেটাই এখন দেখার। তবে আই এস এল এর আর পাঁচটা দলের মতো এটিকে কিন্তু তাদের রিজার্ভ টিম নামাচ্ছে না গত ম্যাচের মতো এই ম্যাচেও মাঠে নামতে পারেন প্রবীর দাস, সালাম রঞ্জন সিং, কোমাল থাথাল, কেভিন লোবো রা। অপরদিকে মোহনবাগান দলে কি পরিবর্তন হয় সেটা এখনই বলা যাচ্ছে না তবে সূত্রের খবর আজ শিল্টনের যায়গায় মাঠে নামতে পারেন শঙ্কর রায়।

Advertisement

অপরদিকে গত ম্যাচের ফ্লপ স্ট্রাইকার সালভা চামোরা আজ খেলবেন কি না সেই নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। গত ম্যাচে যেভাবে মোহনবাগান রক্ষণ দাঁড়িয়ে পড়েছিল তাতে চিন্তার ভাজ থেকেই যাচ্ছে কিবু ভিকুনার কপালে। বিদেশিহীন এটিকেতে আছে একাধিক বড়ো মাপের ভারতীয় ফুটবলার আছেন মোহনবাগানের প্রাক্তনী প্রবীর দাস ও ইস্টবেঙ্গলের প্রাক্তনী সালাম ও কেভিন লোবো। আজ দুপুর তিনটে থেকে তিনটি ম্যাচ একসাথে হবে মোহনবাগান মাঠে মুখোমুখি মোহনবাগান ও এটিকে, কল্যাণী তে মুখোমুখি এফসি গোয়া ও আর্মি গ্রিন, হাওড়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গোকুলাম কেরালা ও চেন্নাইয়ান এফসি।

Advertisement

Recent Posts