গ্রেফতার কাউন্সিলর, থানায় অবরোধ বিজেপির!

Advertisement

Advertisement

রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনের আগে এবং পরে ব‍্যারাকপুর সংলগ্ন ভাটপাড়া, কাকিনাড়া, নৈহাটি এলাকা রাজনৈতিক গন্ডগোলে উত্তপ্ত হয়েছিল।এলাকার বিভিন্ন জায়গায় দিনের বেলায় বোমাবাজি হয়।গুলি চালায় দুস্কৃতীরা।দীর্ঘদিন ধরে এই সব এলাকায় দুস্কৃতীদের দৌরাত্ম্য বাড়তে থাকে।সাধারণ মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে ওঠে।বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এলাকায় বোমা ছোঁড়ে,গুলি চালায়।

Advertisement

দিনেদুপুরে এলাকায় অশান্তি শুরু হয়।পুলিশ প্রশাসন সেই সব দুস্কৃতীদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করে বিজেপি।তৃণমূল পাল্টা অভিযোগ করে বিজেপির দিকে।এর মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রা অসুবিধার সম্মুখীন হয়।ভাটপাড়া এলাকায় শান্তি ফেরানোর জন্য রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান।ব‍্যারাকপুর পুলিশ কমিশনার হিসেবে মনোজ ভার্মাকে দায়িত্ব দিয়ে কড়া হাতে দুস্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেন।বিজেপির অভিযোগ তারপরেও তৃণমূল নেতাদের নির্দেশে দুস্কৃতীরা এলাকায় অশান্তি সৃষ্টি করে।পুলিশ একসময় কোনো ভূমিকা নেয়নি।তারপর স্থানীয় সাংসদ অর্জুন সিং এলাকায় শান্তি ফেরানোর জন্য চেষ্টা শুরু করেন।পরে ধীরে ধীরে এলাকা স্বাভাবিক হয়।

Advertisement

তবুও পুরোপুরি যে সব ঠিক হয় নি, সেটা ফের নৈহাটির সাহেব কলোনী এলাকায় বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠায় বোঝা গিয়েছে।শুক্রবার গভীর রাতে নৈহাটিতে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়।উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।বোমাবাজি শুরু হয়।বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এরপর নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এই ঘটনায় আহত ব‍্যক্তিদের দেখতে হাসপাতালে যান স্থানীয় বিজেপি কাউন্সিলর গনেশ দাস।

Advertisement

পুলিশ হাসপাতাল থেকে গনেশ দাসকে গ্রেফতার করেছে।এর প্রতিবাদে ব‍্যারাকপুরের সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের নেতৃত্বে নৈহাটি থানা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।স্থানীয় সাংসদ অর্জুন সিং বলেন, মিথ্যা মামলায় পুলিশ বিজেপি কাউন্সিলর গনেশ দাসকে গ্রেফতার করেছে।অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।তা না হলে বিজেপি আন্দোলন করবে।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।

Recent Posts