কাশ্মীরের ‘আচ্ছে দিন’, কারন জেনে নিন!

Advertisement

Advertisement

কথা দিয়েছিলো, আর সেই কথাটাই রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরে কতোই না হইচই পড়ে গিয়েছিলো গোটাদেশে। কথা না সমালোচনা হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলে গিয়েছিলেন, কাশ্মীরকে সে ভাঙতে চাইনি বরং কাশ্মীরকে আবার নতুন ভাবে গড়তে চেয়েছে। কাশ্মীরী যুবকদের জন্য তিনি কর্মসংস্থান গড়বে, আর কাশ্মীরকে বিশ্বের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র গড়ে তুলবে। আর আজ ঠিক সেটাই হলো।

Advertisement

৩৭০ ধারা বিলোপের এক সপ্তাহ হতে না হতেই প্রায় কয়েক হাজার কর্মসংস্থান হলো কাশ্মীরিদের জন্য। এশিয়ার সবচেয়ে বড় হেলমেট সংস্থা স্টিলবার্ড তারা বিশাল বড় ফ্যাক্টরি খুলতে চাই এখানে। আর সরকার পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে জন্মু ও কাশ্মীরে বেকারদের সংখ্যা কমবে ও অর্থনৈতিক দিক থেকেই কাশ্মীর উন্নত হবে। এই রকম চললে খুব তাড়াতাড়ি কাশ্মীরের ‘আচ্ছে দিন’ চলে আসবে।

Advertisement