এবার গাড়ি চলবে রান্নার তেলে, জানলো মোদী সরকার!

Advertisement

Advertisement

জ্বালানি হিসেবে তেল কিনতে হয় বিদেশ থেকে।দিন দিন তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসস্তির কারণ হয়ে দাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ওঠানামা করছে। তার ফলে রোজই বদল হচ্ছে ঘোরয়া বাজারে তেলের দাম। নয়া উদ্যোগ নিতে চলেছে মোদী সরকার। যার ফলে গাড়ি চড়তে পারবেন অনেক কম খরচে। পেট্রোলিয়াম মন্ত্রক রান্নার তেলেই গাড়ি চালানোর পরিকল্পনা করেছে।

Advertisement

রান্নার তেল থেকে বায়োডিজেল তৈরির পক্রিয়া চলবে দেশের প্ৰায় ১০০ টি শহরে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন “ ভবিষ্যতে ভারতকে জ্বালানির জন্য অন্য কোনো দেশের উপর ভরসা করতে হবেনা, তিনটি সংস্থার সাথে বায়োডিজেল তৈরির প্লান্ট তৈরি হচ্ছে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি জ্বালানি নিয়ে নির্ভরতা কমানোর নির্দেশ দিয়েছেন ২০২২ এর মধ্যে। বায়োডিজেল তৈরি হবে প্রথমে ৫১ টাকা প্রতি লিটার হিসেবে। পরের দুই বছর সেটা বাড়িয়ে ৫২.৭ এবং ৫৪.৫ টাকা প্রতি লিটার করা হবে বলে জানা গেছে।

Advertisement

Recent Posts