Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হেলমেট না পড়লেই কি কাজ করছেন ট্রাফিক পুলিশ? জেনে রাখুন!

Updated :  Monday, August 5, 2019 10:32 AM

ট্রাফিক আইন ভাঙার জরিমানা এখন বেড়ে হয়েছে প্রায় দশ গুণ। কেন্দ্রীয় সরকার সেই মোটর ভেহিকেল আমেন্ডমেন্ট বিলে প্রায় সিলমোহর মেরে দিয়েছে। হেলমেট ছাড়া বাইক চালক ধরা পরলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা সঙ্গে তিন মাসের লাইসেন্স সাসপেন্ড করা হবে। কিন্তু কেরল থেকে ভাইরাল হলো এক অন্য ছবি। যেখানে যারা হেলমেট না পড়ে বাইক চালাচ্ছেন তাদের পুলিশ লাড্ডু বিতরণ করছে।

রাস্তায় আইন কে শক্তিশালী ও সচেষ্ট করতে কেরল ট্রাফিক নিয়ন্ত্রণ দপ্তর ব্যবহার করছেন এক অন্য পন্থা। হেলমেট বিহীন আরোহীদের জরিমানা করার বদলে লাড্ডু খাওয়াচ্ছে ট্রাফিক পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পালক্কর নামক স্থানে এমনটাই করছে পুলিশ। আরোহীদের হাত নেড়ে নেড়ে দিচ্ছিলেন সাব ইন্সপেক্টর কাশিম এবং সঙ্গে সতর্ক করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পরবর্তীতে নিয়ম ভাঙলে ১০০০ টাকা জরিমানা করা হবে। এইভাবে প্রায় ৩০০ লাড্ডু বিতরণ করা হয়েছে একদিনে।