Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতের কোচের পদে কি দাদা? কি বলছে বোর্ডের একাংশ! জেনে নিন

Updated :  Saturday, August 3, 2019 3:47 AM

বিশ্বকাপ ২০১৯ শেষ হওয়ার পরেই রবি শাস্ত্রী কে ছেঁটে ফেলার জন্য আবেদন ওঠে বিসিসিআই য়ের অন্দরে। শাস্ত্রীর মেয়াদ ও শেষ হয়ে যায় এর মাঝে তাই নতুন কোচ বাছাইয়ের কাজে নামে বোর্ড যাতে আবেদন জানান দেশ-বিদেশের বহু ক্রিকেট ব্যক্তিত্ব। এদিন সৌরভ গাঙ্গুলীর কাছে সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান অনেকে আবেদন জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তেমন বড়োমাপের নাম সামনে আসে নি।

প্রথমে শোনা যাচ্ছিলো জয়বর্ধনে আবেদন জানিয়েছেন কিন্তু এখন তার উল্টোটা শোনা যাচ্ছে। যদিও গ্যারী কার্স্টেন, টম মুডী, রবীন সিং, রবি শাস্ত্রী রা এই পদের জন্য আবেদন জানিয়েছেন। সৌরভ আরোও বলেন তিনি এই মূহুর্তে ব্যস্ত থাকায় আবেদন জানাননি কাজ গুলো মিটে গেলে এ বিষয়ে ভাববেন।

যদিও তার কথাতেই বোঝা যাচ্ছে তিনিও আগ্রহী এই পদে। যদিও সেরম বড়ো নাম সামনে না আসে তাহলে হয়তো আরেক বার ভারতের কোচের পদে বসবেন রবি শাস্ত্রী কারন তাকে আবার সুযোগ দিতে চাইছে বোর্ডের একাংশ।