Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অষ্টম শ্রেনী পাশ করলেই ১৪ হাজার টাকা বেতনের চাকরি তাড়াতাড়ি করুন

Updated :  Tuesday, August 6, 2019 3:14 AM

একাধিক কর্মী নিয়োগ করবে ভোডাফোন সংস্থাগুলি। মিনি মোবাইল স্টোর গুলির জন্যই কর্মী নিয়োগ কবে ভোডাফোন। বিভিন্ন পদের জন্য পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হবে। ক্লাস এইট পাস যোগ্যতাতেই মিলবে এই চাকরি। বিভিন্ন পদের জন্য বেতন থাকবে বিভিন্ন। সর্বোচ্চ বেতনের পরিমাণ ১৪ হাজার। অনলাইনের মাধ্যমে এই সমস্ত পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য জানা আবশ্যক। আসুন জেনে নেওয়া যাক-

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
কোম্পানি: ভোডাফোন
বেতন: ৭,৮০০ – ১৪,৭০০ (Mobile bill + Intensive)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইট পাস। অবশ্যই ভালো বাংলা জানতে হবে।

অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করার জন্য নিচের লিংকে গিয়ে সমস্ত তথ্য জানাতে হবে। www.vodafone.in/careers/apply-now . তবে শুধু অনলাইনে নয়, ভোডাফোন স্টোরে সরাসরি গিয়েও আপনি আপনার আবেদন জানাতে পারেন।