ক্রিকেটখেলানিউজবিনোদন

এবার বিখ্যাত বিস্কুট কোম্পানির বিজ্ঞাপনে ধোনির পাঁচ বছরের মেয়ে জিভা

×
Advertisement

মুম্বই: ভারতীয় ক্রিকেট জগতে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিচার করতে গেলে অনেকটাই এগিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এমনকী, আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর গ্রহণ করার পরেও বহু পণ্যই তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে অনেক বিজ্ঞাপন সংস্থা। এবার তাঁর একমাত্র মেয়ে জ়িভাকেও (Ziva Dhoni) বিজ্ঞাপনে দেখতে পাওয়া গেল।

Advertisements
Advertisement

বয়স মাত্র পাঁচ বছর। কিন্তু, ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন মহেন্দ্র সিং ধোনির একমাত্র মেয়ে জ়িভা ধোনি। তাঁর গায়ে ইতিমধ্যেই লেগে গেছে সেলিব্রিটির তকমা। ইনস্টাগ্রাম পেজে তাঁক ইতিমধ্যে রয়েছে ১.৮ মিলিয়ন ফলোয়ার্স। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি আর ভিডিও বাবা মহেন্দ্র সিং এবং মা সাক্ষীর সঙ্গে দেখতে পাওয়া যায়। সেইসঙ্গে ছবিগুলো ভাইরালও হয় ব্যাপক হারে। এবার জ়িভা তার বাবার হাত ধরেই বিজ্ঞাপনের জগতে পা রাখল।

Advertisements

সম্প্রতি একটি বিস্কুটের বিজ্ঞাপনে মাহি এবং জ়িভাকে একসঙ্গে দেখতে পাওয়া গেছে। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তে না পড়তেই বাবা-মেয়ের এই জুটি যথেষ্ট ভাইরাল হয়ে পড়েছে।

Advertisements
Advertisement

সংস্থার পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “দেখুন, বিজ্ঞাপন জগতে কে প্রবেশ করল! ২০২১ সালে আরও বেশি মজার জন্য @oreo.india-র সঙ্গে থাকুন।” ইতিপূর্বে কখনও কোনও বিজ্ঞাপনে ধোনি এবং জ়িভাকে একসঙ্গে দেখতে পাওয়া যায়নি। যদিও বাবা এবং মেয়েকে ক্রিকেট মাঠে বহুবারই একসঙ্গে দেখতে পাওয়া গেছে।

এই নিয়ে কোনও সন্দেহই নেই যে মাহির ব্র্যান্ড ভ্যালুকেই এই বিজ্ঞাপন সংস্থাটি কাজে লাগাতে চাইছে। কারণ গোটা বিশ্বে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কের সমর্থক নেহাতই কম নেই। ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার মাঠের মধ্যে নিজের দায়িত্ব যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করে এসেছেন। সেই সাফল্যই আজও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া করে রেখেছে।

একটি সমীক্ষা থেকে জানা গেছে, ধোনির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের আশপাশে রয়েছে। যদিও বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের পে-স্কেলে নেই, তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংস দলের হয়ে আইপিএল টুর্নামেন্ট খেলে প্রতি বছর ১৫ কোটি টাকা উপার্জন করেন।

তবে ক্রিকেট ছাড়ার পর আপাতত অর্গ্যানিক ফার্মিং নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন এই ক্রিকেটার। তাঁর জমির ফসল দুবাইয়ে বিক্রি হচ্ছে। হতে পারে ধোনির ক্রিকেট কেরিয়ার অস্তমিত হতে বসেছে, তবে জীবনের নয়া ইনিংস শুরু করতে তিনি একেবারে মুখিয়ে রয়েছেন।

Related Articles

Back to top button