ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দম্পতি বিরুষ্কা হলেও বাকি ক্রিকেটার দম্পতিরা যে একেবারেই বিখ্যাত নন, এটা ভাবা অন্যায়। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ক্রিকেটাররা স্ত্রী বা প্রেমিকার সঙ্গে চোখ ধাঁধানো সব ছবি পোস্ট করে তুফান তোলেন নেট দুনিয়ায়।
ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চহাল আইপিএল সফরের আগে গত মাসেই বিয়ে সেরেছেন ধনাক্ষী বর্মার সঙ্গে। ধনাক্ষী পেশায় চিকিৎসক হলেও অসাধারণ নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের জনপ্রিয়তায় ইতিমধ্যেই ফলোয়ার্স ১০ লক্ষে পৌঁছেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowধনাক্ষী সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। খোলা চুলে খুব সুন্দর মেক আপ নিয়ে ছবিটি তুলেছেন চহালের প্রেয়সী। ছবিটির সঙ্গে যোগ করেছেন খুব রোমান্টিক একটা ক্যাপশনও– ‘বৈদ্যুতিন স্বপ্নের সঙ্গে ভোরের শিশির’। ইঙ্গিতেস্পষ্ট যে এই ‘বৈদ্যুতিন স্বপ্ন’ আসলে প্রিয় চহালেরই। উল্লেখ্য, স্ত্রীয়ের পোস্টে ‘হার্ট আই’ ইমোজিও দিয়েছেন যুজবেন্দ্র।
এছাড়াও বিভিন্ন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তোলেন ধনাক্ষী। নীচে রইল তার একটি নাচের ভিডিও।
View this post on Instagram
Let’s throw some neon energy here ⚡️#haulihauli #reels @ajaydevgn @rakulpreet