টলিউডবিনোদন

Yuvaan’s 1st Birthday: ইউভানের ১ বছরের জন্মদিনে আদরমাখা রাজ- শুভশ্রীর

Advertisement
Advertisement

গত বছর ১২ই সেপ্টেম্বর রাজ শুভশ্রীর কোল আলো করে আসে ইউভান। রাজশ্রীর পরিবারে আসে এই ছোট্ট ছেলে। ইউভানের আগমনে দুই পরিবারে খুশির জোয়ারে ভাসে। দেখতে দেখতে ইউভান এখন অনেকটাই বড় হয়ে গেল। আজ ১ এ পা দিল । এই তো গতবছর রাজশ্রী নিজেদের সোশ্যাল মিডিয়াতে ছেলের সুখবর দিলেন। ইউভানের আগমনে টলিপাড়া থেকে রাজশ্রীর অনুগামী সকলেই আনন্দে মেতেছিল টলিপাড়া।

Advertisement
Advertisement

গত বছর দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথ। সন্তান আসার খবর শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর বেবি বাম্প নিয়ে ছবি দিতেন শুভশ্রী। খোলা চিঠিতে রাজের তাঁর প্রতি যত্নের আভাস থাকত। শুভশ্রীর অন্তঃসত্ত্বাকালীন রাজ করোনা আক্রান্ত হন। তার কিছুদিনের মাথায় রাজ নিজের বাবাকে হারান। সেই করোনা আবহের বাড়বাড়ন্তে সন্তানের জন্ম দেওয়া সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল৷ তবে ইউভান ছিল চক্রবর্তী পরিবারের খুশির ফোয়ারা। নাতিকে পেয়ে রাজের মা ও স্বামী হারানোর কষ্ট কিছুটা ভুলতে পেরেছিলেন।

Advertisement

আজ সেই এই একরত্তির ১ বছরের জন্মদিন। ইউভান জন্মানোর সাথে সাথে সকলের প্রিয় পাত্র হয়ে যান। ইউভানের এক আলাদাই ফ্যান ফলোয়ার আছে। আর আজ শুভশ্রীর মাতৃত্বের এক বছরের জন্মদিন। স্বভাবতই ইউভানের প্রথম জন্মদিন একটু বেশিই আবেগপ্রবণ নতুন বাবা মা। তার ঝলকই চোখে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ইউভানের জন্মদিনে আবেগে ভাসলেন রাজ-শুভশ্রী দুজনেই৷ এই দিন নেট দুনিয়ায় ছেলের প্রতি সমস্ত ভালোবাসা উজার করে দিলেন।

Advertisement
Advertisement

ছেলের জন্মদিনের আগেই জগন্নাথকে পুজো দিতে পুরী ছুটে গিয়েছিলেন এই তারকা জুটি। এটাই ছিল ইউভানের প্রথম আউটিং। সেখানেই পুরীর বিচে প্রিয় সিম্বাদ হাঁটি হাঁটি পা পা করার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রাজ। লিখেছেন, ‘তোমায় প্রথম জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার প্রিয় ছেলে!  ইউভান তুমি আমার গর্ব, আমার ভালোবাসা, আমার দুনিয়া আমার সবকিছু।’

অন্য দিকে, শুভশ্রী আর ইউভানের প্রথ৷ ফোটোশ্যুটের সময়কার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। লিখছেন, ‘হ্যাপি বার্থ থে মাই জান। ১ বছর হয়ে গেল তুমি একজন মায়ের জন্ম দিয়েছ। তোমার জন্য রইল নিঃশর্ত ভালোবাসা।’ এরপর দুজনের পোস্টে ছোট্ট ইউভানের জন্মদিনের শুভেচ্ছায় ভাসালো৷ নিমেষে ভাইরাল হয় দুজনের এই আদরমাখা পোস্ট।

Advertisement

Related Articles

Back to top button