Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাম্পার লুক এবং ফিচার, বাজাজের সঙ্গে জুটি বেঁধে কম দামি ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসতে চলেছে YULU

মবিলিটি টেক কোম্পানি Yulu এবারে বাজারে নিয়ে এসেছে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার যেগুলিকে তৈরি করার জন্য তারা যুক্ত হয়েছে বাজাজ অটোমোবাইলস এর সঙ্গে। এই দুটি কোম্পানির যৌথ প্রচেষ্টায় দুটি নতুন…

Avatar

মবিলিটি টেক কোম্পানি Yulu এবারে বাজারে নিয়ে এসেছে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার যেগুলিকে তৈরি করার জন্য তারা যুক্ত হয়েছে বাজাজ অটোমোবাইলস এর সঙ্গে। এই দুটি কোম্পানির যৌথ প্রচেষ্টায় দুটি নতুন স্কুটার বাজারে আসতে চলেছে যার নাম দেওয়া হয়েছে MIRACLE GR এবং DEX GR। এই দুটি স্কুটার ভারতে তৈরি করা হয়েছে এবং লাস্ট মাইল এবং ডেলিভারির কাজে মূলত এই দুটি ইলেকট্রিক স্কুটার কাজে লাগানো যেতে পারে। এই দুটিতেই এআই ভিত্তিক প্রযুক্তির ব্যবহার করেছে YULU। তবে ম্যানুফ্যাকচারিং এর দিকটা দেখে নিয়েছে বাজাজ। এর ফলে ভারতের আবহাওয়া এবং রাস্তার কথা মাথায় রেখেই এই নতুন দুটি স্কুটার তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট করে এখনো এই দুটি ইলেকট্রিক স্কুটারের এর দাম জানানো হয়নি।

এই দুটি কোম্পানির পার্টনারশিপ সম্পর্কে কথা বলতে গেলে, বিশ্বে এই ধরনের পার্টনারশীপ এই প্রথম হল, যেখানে একটি মবিলিটি টেক কোম্পানি এবং টু হুইলার কোম্পানি একসাথে জুটি বেধেছে। এর পিছনে একটাই উদ্দেশ্য, দেশে যাতে আরো বেশি পরিমাণ টেকসই এবং নিরাপদ ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা যায়। এই কোম্পানির সহ প্রতিষ্ঠাত এবং সিইও অমিত গুপ্তা এই পার্টনারশিপ নিয়ে বলছেন, মবিলিটির প্রয়োজনীয়তা এবং কাস্টমারদের আশা প্রতিদিন পাল্টে যাচ্ছে এবং সেই সঙ্গে ট্রেডিশনাল ওনারশিপ মডেলের ধারণা পাল্টে যাচ্ছে। প্রয়োজন ভিত্তিক ভেহিকেল তৈরি করা এবং শক্তিশালী এনার্জি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এখন প্রত্যেকটা কোম্পানির প্রয়োজন হয়ে উঠেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি বছরের শেষ দিকে এই কোম্পানিটি ভারতে প্রায় এক লক্ষ এই ধরনের মডেল নামাতে চলেছে। সেই দিকটা নজর রেখে কোম্পানি বছর শেষে নিজেদের গ্রোথ দশ গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বেঙ্গালুরু মুম্বাই এবং দিল্লিতে বেশ কয়েকটি স্টেশনে এই ইলেকট্রিক স্কুটার তৈরি করা হয়। ২০২৪ সালের মধ্যে এই স্টেশনের সংখ্যা প্রায় ৫০০ করতে চাইছে yulu। অন্যদিকে বাজাজ অটোমোবাইলের চিফ বিজনেস অফিসার এস রবি কুমার বলছেন, পরবর্তী প্রজন্মের জন্য এই মেড ইন ইন্ডিয়া ভেহিকেল অত্যন্ত কার্যকরী প্রমাণিত হতে চলেছে।

DeX GR ইলেকট্রিক স্কুটার এর ফিচার –

এটি একটি স্মার্ট ডকলেস ইলেকট্রিক ভেহিকল যার পাওয়ায়র দিকটি নিশ্চিত করতে দেওয়া হয়েছে স্টেট অফ দ্য আর্ট IoT প্রযুক্তি।

এর্গোনমিক্যালি মালপত্র বহন করার জন্য তৈরি এই ই-স্কুটার 15 Kg পর্যন্ত ওজন বহন করতে পারে।

চালকের আরামের সঙ্গে কোনও আপস করে না স্কুটারটি, সঙ্গে হাই প্রডাক্টিভিটি অফার করে।

নিরাপদ লেট-নাইট ডেলিভারির জন্য এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ব্রাইট হেড এবং টেইল লাইট।

Miracle GR ইলেকট্রিক স্কুটারের ফিচার –

এটি একটি স্মার্ট ডকলেস ইলেকট্রিক ভেহিকল, যার পাওয়ারের জন্য রয়েছে স্টেট অফ দ্য আর্ট IoT (ইন্টারনেট অফ থিংস) টেকনোলজি।

শহরাঞ্চলের ট্রাফিক কন্ডিশনের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারের সর্বাধিক গতি 25Km/h।

ওজনে খুব কম, সাধারণ স্কুটারের থেকেও হাল্কা, তবে গতি বাইসাইকেলের থেকে অনেকটাই বেশি।

ইউনিসেক্স তথা পুরুষ-মহিলা উভয়ের ব্যবহারযোগ্য। যে কোনও উচ্চতা এবং ওজনের মানুষজন এই ই-স্কুটারটি চালাতে পারবেন।

About Author