নিউজপলিটিক্সরাজ্য

“বদলি করেও বাঁচানো যাবেনা”, আইপিএস ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

আইপিএস অফিসারদের পদোন্নতি করে বাঁচাতে পারবেনা রাজ্য সরকার, বক্তব্য দিলীপের (Dilip Ghosh)

Advertisement
Advertisement

সোমবার বাংলার বেশ কয়েকজন আইপিএসের রদবদল করা হয়েছে। সেই বিষয়কে নিয়ে এইদিন তৃণমূল সরকারকে খোঁচা দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আইপিএস বদলি নিয়ে এইদিন তিনি বলেন, এটা কেন্দ্র এবং রাজ্যের বিষয়। প্রশাসনিক বিষয়। আমার মনে হয় তাদের সাড়া দেওয়া উচিৎ কেন্দ্রের ডাকে। এটা আজকে কিংবা কালকেও হতে পারে। যদি রাজ্য সরকার ভেবে থাকে যে তারা এভাবে আইপিএস অফিসারদের পদোন্নতি করে এবং বদলি করে বাঁচাতে পারবে, তবে তাদের বোঝা উচিৎ যে এটা সম্ভব না। প্রশাসনিক নিয়ম অনুসারে, এই আইপিএস অফিসারদের ছাড়া উচিৎ।

Advertisement
Advertisement

উল্লেখ্য, জেপি নড্ডার কনভয়ে যে হামলা হয়েছিল তার পরেই তিনজন আইপিএস অফিসারদের এই রাজ্য থেকে বদলি করতে চেয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু গতকাল বিজ্ঞপ্তি জারি করে একাধিক আইপিএস অফিসারের রদবদল করেছে রাজ্য সরকার। পদোন্নতি হয় আইপিএস রাজীব মিশ্রর। তিনি এর আগে ছিলেন দক্ষিণ বাংলার আইজি। এখন তাকে করা হয়েছে দক্ষিণবঙ্গের এডিজি। বিজেপির সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার দিন তার নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যতম অফিসার হলেন রাজীব মিশ্র। আরেকজন আইপিএস নাম ভোলনাথ পাণ্ডে কে করা হয়েছে এসপি হোমগার্ড। তার জায়গায় এসেছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগে তিনি ছিলেন বারাসাতের পুলিশ সুপার।

Advertisement

জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনার সাথে জড়িয়ে ছিলেন তিনজন আইপিএস অফিসার। তাদের নাম উঠে এসেছিল। তাদের বদলি করার কথা জানিয়েছিল কেন্দ্র। সেই তিন জন হলেন রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ পাণ্ডে। এই তিনজন অফিসারকে হামলার পরে দিল্লি ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দ্রুত দিল্লিতে গিয়ে দেখা করার কথা বলা হয়। নতুন পদও দেওয়া হয়েছে। চিঠিতে লেখা ছিল, অবিলম্বে ছাড়তে হবে এই তিনজন আইপিএস অফিসারকে। এই বিষয়েই এইদিন খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button