দেশনিউজ

এবার একবার পোস্ট অফিসে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করে সঞ্চয় করতে পারবেন

Advertisement
Advertisement

নতুন বছরের শুরু থেকেই আপনার সঞ্চিত অর্থ নিরাপদে রাখার দায়িত্ব নিল আরো গভীরভাবে পোস্ট অফিস। নটি নতুন পদ্ধতিতে নিজের সঞ্চিত অর্থ আপনি সেভ করে রাখতে পারবেন। পোস্ট অফিসে এর সঙ্গে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মাত্র একবার পোস্ট অফিসে গিয়ে বাকি সমস্ত কিছু আপনি অনলাইনের মাধ্যমে সেভিংস করতে পারবেন।

Advertisement
Advertisement

এবার এক নজরে দেখে নিন লকি কি পদ্ধতিতে আপনি সেটিংস করতে পারবেন।…

Advertisement

● ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আইপিপিবি অ্যাকাউন্টে আপনি টাকা যোগ করতে পারবেন।

Advertisement
Advertisement

● ডিওপি প্রোডাক্টে গিয়ে আপনি পিপিএফ সিলেক্ট করতে পারেন।

● এবার সেখানে আপনার পিপিএফ অ্যাকাউন্ট নম্বর লিখবেন, তারপর ডিওপি কাস্টমার আইডি দেবেন।

● তারপর সেখান থেকে ইনস্টলমেন্ট দেওয়ার সময় এবং ইনস্টলমেন্ট দেওয়ার পরিমাণ সিলেক্ট করতে হবে।

● তারপর আইপিপিবি অনলাইন পেমেন্ট অ্যাপ আপনাকে জানাবে যে, আপনি অর্থ ট্রানস্ফার করতে সফল হয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button