টলিউডবিনোদন

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ফের যশের সঙ্গে নুসরত, প্রকাশ্যে আসল ভিডিও ফুটেজ

Advertisement
Advertisement

দীর্ঘ দশ বছর পরে অভিনেতা-সাংসদ ব্রাত্য বসু (Bratya Basu) আবার ফিল্ম পরিচালনা করলেন। 12 ই ফেব্রুয়ারি মুক্তি পেল ব্রাত‍্য বসু পরিচালিত ফিল্ম ‘ডিকশনারি’। এই ফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন নুসরত জাহান (nusrat jahan) ও আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee)। নুসরত ইন্সটাগ্রামে ‘ডিকশনারি’-র ট্রেলার শেয়ার করেছেন। বুদ্ধদেব গুহ(Budhdhadeb Guha)-এর লেখা দুটি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ মিলিয়ে তৈরী হয়েছে ‘ডিকশনারি’-র চিত্রনাট্য।

Advertisement
Advertisement

‘ডিকশনারি’ প্রকৃতপক্ষে বিবাহিত সম্পর্কের ডিকশনারির গল্প। পুরুলিয়ার বন বিভাগের আধিকারিক অশোক সান‍্যাল ও তাঁর স্ত্রী স্মিতা জনসমক্ষে নিজেদের ‘হ্যাপি কাপল’ হিসাবে পেশ করলেও আদতে তা নয়। বয়সে বড় অশোকের সঙ্গে স্মিতা নিজের মিল খুঁজে পায় না। এর মধ্যেই পড়াশোনার সূত্রে কলকাতা থেকে পুরুলিয়ায় আসা সুমনের সঙ্গে তৈরী হয় স্মিতার সম্পর্ক। সুমন সম্পর্কে স্মিতার দেওর। একসময় স্মিতা ও সুমন দুজনে বুঝতে পারে না তাদের সম্পর্ক শুধুমাত্র মোহ নাকি প্রকৃত ভালোবাসা। একসময় এই সম্পর্কের জেরেই স্মিতাকে ‘ডাইনি’ অপবাদ দেওয়া হয়।

Advertisement

সুমনের ভূমিকায় অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায় (orno Mukherjee)। এছাড়া এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা মোশারফ করিম (Mosharaf karim)। অশোক সান‍্যালের চরিত্রে অভিনয় করছেন আবীর ও স্মিতার চরিত্রে অভিনয় করছেন নুসরত। ‘ডিকশনারি’-তে নুসরতের লুক এক সাদামাটা গৃহবধূর।

Advertisement
Advertisement

কিন্তু সবচেয়ে বড় চমক ছিল 11 ই ফেব্রুয়ারি। এদিন কলকাতার একটি মাল্টিপ্লেক্সে ‘ডিকশনারি’র ক্লোজড ডোর প্রিমিয়ারের আয়োজন করেছিলেন ব্রাত্য বসু। সবাইকে অবাক করে দিয়ে যশ দাশগুপ্ত (Yash Dasgupta)-কে নিয়ে প্রিমিয়ারে প্রবেশ করেন নুসরত। অথচ আমন্ত্রিত থাকা সত্ত্বেও প্রিমিয়ারে অনুপস্থিত ছিলেন নুসরতের স্বামী নিখিল জৈন ( Nikhil jain)। নুসরতের পরনে ছিল লাল রঙের সিল্কের গাউন। যশ পরেছিলেন নীল রঙের ডেনিম শার্ট ও জিনস। যশ ও নুসরতের একসঙ্গে মাল্টিপ্লেক্সে ঢোকার ভিডিও ভাইরাল হলেও তাঁরা দুজনে একসঙ্গে ফটো তুলতে চাননি।

গত বছর গোড়ার দিকে নুসরত জাহান প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিল জৈন এর সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন। এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়িও উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।

কিন্তু গত বছর ডিসেম্বর মাসে কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন নুসরত। ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash Dasgupta)। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন‍্য আভাস পেয়েছিলেন। সম্প্রতি রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যশ ও নুসরত। রাজস্থান থেকে যশ ও নুসরত অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত। এমনকি এই মুহূর্তে শ্বশুরবাড়ি ছেড়ে বন্ডেল রোডে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন নুসরত। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নুসরতের রাজনৈতিক জীবন তাঁর বিবাহিত জীবনে চিড় ধরিয়েছে।

নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে। তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র‍্যান্ড ভ‍্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল। কিন্তু সংবাদমাধ্যমের কাছে নুসরত এই সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, মানুষ তাঁকে সবসময় দোষী সাব্যস্ত করলেও তিনি চান, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে তাঁকে বিচার না করে তাঁর কাজ দিয়ে বিচার করুক। নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অপরদিকে যশ বলেছেন, নুসরতের বিবাহিত জীবন নিয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে প্রতি বছর যশ রোড ট্রিপে যান। তিনি বলেন, রাজস্থানে তো এখন অনেকেই ঘুরতে যাচ্ছেন। অপরদিকে নুসরত দাবি করেছেন, তিনি ইন্ডাস্ট্রির অনেককে নিয়ে আজমেঢ় শরিফ গিয়েছিলেন। তাহলে শুধুমাত্র নুসরত ও যশের ছবি ভাইরাল হলো কেন? ইন্ডাস্ট্রির তথাকথিত আজমেঢ় শরিফ যাত্রীদের ছবি কোথায়? এর মধ্যেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-এর ছেলে অভিমন্যু (abhimanyu chatterjee) ও তাঁর প্রেমিকা দামিনী ঘোষ (Damini Ghosh) আজমেঢ় শরিফ গিয়েছিলেন। তবে তাঁরা তো নিজেরাই গিয়েছিলেন, নুসরতের সঙ্গে নয়। নুসরত সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনে তিনি কার সাথে ঘুরতে যাবেন, সেটা তাঁর ব্যাপার। নুসরতের কার্যকলাপ দেখে মনে হচ্ছে বৈবাহিক জটিলতার সঙ্গেই নুসরতের জীবনে শুরু হয়েছে রাজনৈতিক জটিলতা। ‘উওম্যানাইজার’ নায়ক যশ এই মুহূর্তে নুসরতের জীবনে ‘ছাই ফেলতে ভাঙা কুলো’-র কাজ করছেন।

গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

Advertisement

Related Articles

Back to top button