আন্তর্জাতিকনিউজ

অক্টোবরের শুরুতেই আসতে চলেছে রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিন

Advertisement
Advertisement

রাশিয়া: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় রোজই করোনা সংক্রমণে বিশ্বরেকর্ড গড়ছে ভারত। কিন্তু এখনও পর্যন্ত কোনও দেশ করোনা ভ্যাকসিন বাজারে আনতে পারেনি। যদিও ব্রিটেন, রাশিয়া, ভারত, চিন বেশ কয়েকটি দেশে ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কিন্তু তাও সাধারণের হাতে তা এখনও এসে পৌঁছায়নি। এমন সময় রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে, দ্বিতীয় ভ্যাকসিনটিও তাদের হাতে চলে আসছে অক্টোবরের শুরুতেই।

Advertisement
Advertisement

‘স্পুটনিক ভি’-এর পর ‘এপিভ্যাককরোনা’ এই নামেই দ্বিতীয় ভ্যাকসিনটি প্রকাশ্যে আনতে চলেছে রাশিয়া। সংসদের আলোচনায় এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনি। ‘স্পুটনিক ভি’ ট্রায়াল শেষ হচ্ছে চলতি মাসে। এরপর ‘এপিভ্যাককরোনা’ ভ্যাকসিনের ট্রায়ালও শেষ হয়ে যাবে। তাই অক্টোবরের শুরুতেই তা হাতে চলে আসবে রাশিয়ার, এমনটাই সংসদের আলোচনায় বলা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি কোভিশিল্ডের ট্রায়াল চলছে। এছাড়াও আরও অন্যান্য ভ্যাকসিনের ট্রায়ালও চলছে। কিন্তু কোনও ভ্যাকসিনই বাজারে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এমন সময় রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button