আন্তর্জাতিকনিউজম্যাগাজিন

আজ বিশ্ব প্রাণী দিবস : ঠিক কিভাবে প্রান সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়?

Advertisement
Advertisement

পৃথিবীতে প্রতিদিন ই কোন না কোন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হচ্ছে পৃথিবীর সেই আদি লগ্ন থেকেই জন্ম হচ্ছে প্রাণীর আর প্রতিনিয়ত বেড়েই চলেছে প্রাণীর সংখ্যা।প্রানীবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানীরা প্রায় 250 বছর ধরে জীব প্রজাতির সংখ্যা গণনা করে বলেন যে মাত্র 12 লাখ প্রজাতির গননা করতে পেরেছেন।

Advertisement
Advertisement

নতুন পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে বর্তমানে 87 লাখ প্রজাতির জীব রয়েছে বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী। এই পৃথিবীতে প্রথম প্রাণীর উৎপত্তি তার উৎস সৃষ্টিসন্ধান আজও রহস্যাবৃত। বিজ্ঞানীরা বলেন ধ্বংস ও সৃষ্টির নানা চক্রের মধ্য দিয়ে এগিয়েছে পৃথিবী ঘটেছে প্রাণীর বিবর্তন।

Advertisement

এক জনৈক বিজ্ঞানীর মতে 400 কোটি বছর আগে শুরু হয় প্রান সৃষ্টির প্রক্রিয়া।তার মতে চারটি ধাপে ধাপে প্রান সৃষ্টি হয়েছে। প্রথমে উল্কা আর ধূমকেতু পৃথিবীতে নিয়ে আসে জল যা প্রান সৃষ্টির মূল উপাদান। লক্ষ লক্ষ বছর ধরে ধূমকেতু আর উল্কার নিয়ে আসা উপাদানগুলি নিয়ে তৈরী হয় জটিল যৌগ। তৈরী হয় RNA প্রোটিন। তা থেকে তৈরি হয় ডিএনএ আর সেখান থেকেই তৈরি হয় কোষ এভাবেই পৃথিবীতে প্রাণের উদ্ভব হয় বলে করেছেন তিনি।

Advertisement
Advertisement

এই সম্পর্কিত আরেকটি তত্ত্ব হলো বজ্রপাত। প্রাচীন পৃথিবীর পরিবেশ ছিল উত্তপ্ত সেসময়ে পরিবেশে প্রচুর পরিমাণে মিথেন এমোনিয়া হাইড্রোজেন গ্যাস ছিল প্রচন্ড বজ্রপাতের সময় জলের সাথে এই উপাদানগুলো যুক্ত হয়ে অ্যামিনো এসিড ও সুগার তৈরী করে। যা প্রানীর ডিএনএ এবং আরএনএ তৈরীর প্রধান উপাদান।

Written by – দেবস্মিতা কর

Advertisement

Related Articles

Back to top button