Hot Dance Video: সাদা পোশাকে উত্তপ্ত ডান্স করলেন এই যুবতী, গোপনে দেখে ফেলুন ভাইরাল ভিডিও

ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে বিনোদন জগতে যুক্ত হয়েছে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও। শুরুর দিকে হরিয়ানার যুবতীরা সাহসী ডান্সের ক্ষেত্রে একচ্ছত্র অধিপত্য বিস্তার করলেও বর্তমানে ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে আত্মপ্রকাশ…

Avatar

ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে বিনোদন জগতে যুক্ত হয়েছে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও। শুরুর দিকে হরিয়ানার যুবতীরা সাহসী ডান্সের ক্ষেত্রে একচ্ছত্র অধিপত্য বিস্তার করলেও বর্তমানে ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে আত্মপ্রকাশ করছেন একের পর এক সাহসী নৃত্যশিল্পীরা। তবে ৫ মিনিটের কোন গানের সাথে ডান্স নয় বরং কয়েক সেকেন্ডের রিলস ভিডিও শেয়ার করে রাতারাতি ভাইরাল হচ্ছেন ভারতীয় যুবতীরা। সোফিয়া আনসারী, এঞ্জেল রাই সহ ববিতা শেরার মতো একাধিক ভারতীয় যুবতীরা ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে আজ পরিণত হয়েছেন তারকা সেলিব্রেটিতে।

চোখের পলকে ভাইরাল হচ্ছে এই ভিডিও

আমরা আপনাদের বলি, ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে প্রতিমুহূর্তে হাজার হাজার ভিডিও ভাইরাল হলেও চোখের পলকে ভাইরাল হয়ে পড়ে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি। বিশেষ করে, সংক্ষিপ্ত ড্রেসে সাহসিকতার চরম সীমা উত্তীর্ণ করা ভারতীয় যুবতীদের ভিডিওগুলি ভাইরাল হয় চোখের পলকে। একথা বলা যেতেই পারে, বলিউডের হাতে গোনা কয়েকটি সিনেমার বাইরে বিনোদন জগতের নতুন সংযোজন ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে যুবকরা এই সমস্ত সাহসী নাচের ভিডিওগুলি উপভোগ করেন লাইন দিয়ে।

কার্ভি ফিগারে ঘাম ঝরানো পারফরমেন্স

আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য ঠিক তেমন ধরনের একটি সাহসী নাচের ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাকে ‘প্রাইভেসি’ রেখে তবেই লিঙ্কে ক্লিক করতে হবে। কয়েকদিন আগে @harshakandhari নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে ভারতীয় এক যুবতীকে সাদা রঙের সংক্ষিপ্ত ড্রেসে উত্তপ্ত ডান্স করতে দেখা গেছে। এমনকি নিজের শরীরের নরম অঙ্গ ঝাঁকিয়ে নাচতে দেখা গেছে ওই যুবতীকে। পাশাপাশি চরম হটনেস এবং কার্ভি ফিগার দেখিয়ে নেটিজেনদের ঘাম ঝরাতে দেখা গেছে ওই যুবতীকে। নিরিবিলিতে সময় কাঁটাতে চাইলে নিচে দেওয়া লিংকে গিয়ে দেখে নিন ভাইরাল এই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Harsha Kandhari (@harshakandhari)