Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন? দেখুন কি জানালেন মহাগুরু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির ব্রিগেড সমাবেশ ছিল একেবারে হাই ভোল্টেজ। এই ব্রিগেড সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুরু করে দিলেন বাংলায় নির্বাচনী প্রচার এর সমস্ত কাজ। রবিবারের ব্রিগেড সমাবেশে…

Avatar

By

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির ব্রিগেড সমাবেশ ছিল একেবারে হাই ভোল্টেজ। এই ব্রিগেড সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুরু করে দিলেন বাংলায় নির্বাচনী প্রচার এর সমস্ত কাজ। রবিবারের ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে দিলেন জনপ্রিয় টলি এবং বলি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

বিজেপিতে যোগ দিয়ে মিঠুন চক্রবর্তী বললেন, “আমি কাউকে খারাপ কথা বলতে চাই না। তবে তৃণমূলে যোগ দেবার সিদ্ধান্ত আমার ভুল ছিল।” তাহলে আপনি বিজেপিতে যোগ দিয়েছেন কেন? এই প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বললেন, “আমি ১৮ বছর বয়স থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আমার মনে হয় এবারে আমি মানুষের জন্য কিছু করতে পারবো। বিজেপি একমাত্র দল এই মুহূর্তে যারা গরিবের জন্য কাজ করছে। শুধুমাত্র গরিবের জন্য কাজ করার জন্যই আমার বিজেপিতে আসা। এই জন্য অনেকে আমাকে স্বার্থপর ভাবতে পারেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত বললেন, “বাংলার তাড়া খেয়ে মিঠুনকে বাংলা ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল।” এদিন ব্রিগেডের মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী বিজেপির ঢাল হিসেবে সামনে আসেন। তিনি জানান, “বাংলায় যারা থাকেন তাদের কে আমি বাঙালি মনে করি।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে ফোকাস করে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচারে নামতে চলেছে।

অন্য দিকে মিঠুন চক্রবর্তীও জানিয়ে দিয়েছেন, তিনি আগামী ১২ মার্চ থেকে বিজেপির প্রচারে নামবেন এবং তাকে দেখা যাবে তার ট্রেডমার্ক ফাটাকেষটো স্টাইলে। তার আগেই মদন মিত্র জানিয়ে দিয়েছেন, তিনি খবর দেখেন না, খবর পড়েন না, খবর তৈরি করেন। তাই একথা স্পষ্ট, মিঠুন চক্রবর্তীর বিজেপি যোগদানের পরে তাকে একের পর এক আক্রমণ করতে ছাড়েননি তৃণমূলের নেতারা।

About Author