নিউজপলিটিক্সরাজ্য

রোজ সকালে ঘুম থেকে উঠে এবং ফোনে হ্যালো না বলে বলবেন ‘জয় বাংলা’, বক্তব্য মমতার 

সম্প্রতি ‘‌জয় বাংলা’‌–তে বেশি জোর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এই স্লোগান আরও জনপ্রিয় করে তুলতে নতুন নিদান দিলেন তিনি।

×
Advertisement

বন্দোমাতরম, জয় হিন্দ, জয় বাংলা- রাজনৈতিক সভা হোক এবং কর্মি সভা অথবা নেতাজি জন্মজয়ন্তীর মতো সরকারি অনুষ্ঠান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই এই তিন শ্লোগানেই শেষ করেন তার ভাষণ। আর তার মধ্যে সম্প্রতি ‘জয় বাংলা’ তে বেশি জোর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এইবার এই স্লোগান আরও জনপ্রিয় করে তুলতে নতুন নিদান দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisements
Advertisement

বুধবার রায়গঞ্জে সভা করার পর মুখ্যমন্ত্রী যান মালদায় সভায়। সেখানেই সভার একেবারে শেষে স্লোগান দেওয়ার সময় জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”রোজ সকালবেলা ঘুম থেকে উঠ বলবেন জয় বাংলা।” এর পরই সভা থেকে পরপর তিনবার ‘জয় বাংলা’ আওয়াজ ওঠে।

Advertisements

ভিক্টোরিয়ায় নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের প্রতিবাদে বক্তব্য রাখেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ‘জয় হিন্দ’ এবং ‘জয় বাংলা’ বলে তার সংক্ষিপ্ত প্রতিবাদমূলক বক্তব্য শেষ করেন। আর মমতার সেই ‘জয় বাংলা’ স্লোগানকেই হাতিয়ার করে তাকে আক্রমণ করেন গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান এবং বাংলার গেরুয়া শিবিরের সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malbya)।

Advertisements
Advertisement

তিনি একটি টুইটে লেখেন,”আগের দিন ‘পিসি’ স্লোগান তুলেছিলেন ‘জয় বাংলা’। তিনি কি জানেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল? শেখ মুজিবুর রহমান যে মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল? শেখ মুজিবুর রহমান যে মুক্তি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তাতে ব্যবহার করা হয়েছে ‘জয় বাংলা ধ্বনি’।” বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই অমিত মালব্য প্রশ্ন করেন,”মমতা স্বাধীনতা চাইছেন কার কাছ থেকে?”

যদিও ‘‌জয় বাংলা’‌ যে বাংলাদেশি স্লোগান এমন দাবি সে দেশ থেকেও করা হয়নি। স্বাভাবিকভাবেই এই মন্তব্য করে তৃণমূলের রোষের শিকার হয়েছেন অমিত মালব্য তথা বিজেপি নেতৃত্ব। এবার ‘‌জয় বাংলা’‌ স্লোগানকেই আরও জনপ্রিয় করে তুলতে নতুন নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ সকালেবেলা ঘুম থেকে উঠে এবং ফোনে হ্যালোর জায়গায় জয় বাংলা বলে রাজ্যের জনগণ ‘‌দিদি’‌র কথা রাখবেন কিনা সেটাই দেখার। বিজেপি–র ‘‌জয় শ্রী রাম’‌–এর পাল্টাই কি শাসক শিবিরের ‘‌জয় বাংলা’‌?‌ এই প্রশ্নই এখন অনেকের মনে।

Related Articles

Back to top button