শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বৈঠকে লকডাউন সম্পর্কে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে লকডাউন আরও দুসপ্তাহ বাড়ানো হবে বলে জানানো হয়। ৩ মে পর্যন্ত থাকা লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৭ মে পর্যন্ত বাড়ানো হল।
দীর্ঘদিন ধরে লকডাউনে গৃহবন্দী অবস্থায় থেকে হাপিয়ে উঠছে মানুষ। এই সময় মানুষের প্রমোদের দিকটি ভেবে মদের দোকান খোলার উপর ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তা নির্দিষ্ট শর্ত মেনেই খুলতে হবে। তবে এই ছাড়পত্র যে কোনো জোনে নয়, শুধুমাত্র গ্রিন জোনেই থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগ্রিন জোনে খোলা যাবে মদের এবং পানের দোকান, তবে দোকানে যাতে ভিড় না হয় লক্ষ্য রাখতে হবে সেদিকে। বজায় রাখতে হবে ছ’ফুট দূরত্ব। একসাথে পাঁচ জনের বেশি ভিড় করা যাবে না। এই সমস্ত নির্দেশিকা পালন করলে তবেই খোলা যাবে দোকান তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
সমস্ত নির্দেশ যাতে মানা হয় সেদিকটা দেখতে হবে দোকানদারকে। যদি নির্দেশ গুলি মানা না হয় তাহলে নিয়মভঙ্গকারী ব্যক্তির উপর পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।