টেক বার্তা

Whatsapp আনছে নতুন ‘ফ্ল্যাশ কল’ ফিচার, চ্যাটিং হবে আরও মজার

Whatsapp Beta তে সম্প্রতি দেখা গিয়েছে এই ফ্ল্যাশ কল ফিচারটিকে

Advertisement
Advertisement

একদিন Whatsapp এর নতুন প্রাইভেসি পলিসি, অন্যদিকে তার সাথে কেন্দ্রের বিবাদ। এই উভয় কারণে একের পর এক জল্পনা চলেই যাচ্ছে। আর এই জল্পনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তবে এমন অবস্থার মাঝেই এক নতুন ফিচার লঞ্চের জন্য পরীক্ষা চালাচ্ছে ম্যাসেজিং কোম্পানি Whatsapp। এই ফিচারের নাম ফ্ল্যাশ কল ফিচার। গ্রাহকরা যাতে আরঅ দ্রুত তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, সেই জন্যই চালু করা হচ্ছে এই ফিচার।

Advertisement
Advertisement

একজন গ্রাহক যখন Whatsapp এ লগ ইন করেন, তখন তার মোবাইল নম্বরে পাঠানো হয় এক ৬ ডিজিটতে র ভেরিফিকেশন কোড। এই পদ্ধতিরই ব্যতিক্রম লঞ্চের চেষ্টায় রয়েছে ম্যাসেজিং অ্যাপ Whatsapp। এর পর থেকে গ্রাহকদের নতুন ফিচারের মাধ্যমে ভেরিফাই করতে চায় কোম্পানি। কারণ ৬ ডিজিটের কোড গিয়ে তা লিখে লগ ইন করতে গ্রাহকদের অনেকটা সময় দিতে হয়। অনেকক্ষেত্রে এই পদ্ধতি একবারে সফল না হওয়ার কারণে আরও একবার কোডটি পাঠাতে হয়। কিন্তু এই ফ্ল্যাশ কল ফিচার ব্যবহার করলে অনেক সংক্ষেপে কাজটি করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সম্প্রতি মাল্টি ডিভাইজ সাপোর্ট নিয়ে হাজির হয়েছে Whatsapp কর্তৃপক্ষ। এই ফিচার চালু করা হলে একাধিক ফোনে একসাথে চালানো যাবে Whatsapp কে। তবে WABetaInfo হতেই জানানো হয়েছে এই ফ্ল্যাশ কলের বিষয়টিকে। এই বিষয়টিকে সর্বপ্রথম দেখা গিয়েছে Whatsapp Beta 2.21.11.7 ভার্সানে। WABetaInfo এর তরফ থেকে জানানো হয়েছে যে এই ফ্ল্যাশ কলে কোম্পানির থেকে একটি কল নিজে আসবে আবার তা কেটে যাবে, এটুকুর মধ্যেই যাচাই করে নেবে Whatsapp।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button