টেক বার্তা

ভুল করে Whatsapp এর মেসেজ ডিলিট করে ফেলেছেন? ফিরিয়ে আনুন এই সহজ উপায়ে

ডিলিট হয়ে যাওয়া মেসেজও হোয়াটসঅ্যাপে দেখা সম্ভব, কী করে? জেনে নিন

Advertisement
Advertisement

নানা কারণে আমাদের বহু মেসেজ ডিলিট হয়ে যায় আমাদের Whatsapp থেকে। তার মধ্যে যদি কোনও প্রয়োজনীয় মেসেজ থেকে থাকে তবে সমস্যার পড়তে হয় আমাদের সকলকে। তবে সেই ডিলিট হওয়া মেসেজ কি দেখা সম্ভব? হ্যাঁ সম্ভব। আজ আমরা আপনাদের এক পদ্ধতি বলতে চলেছি, যা অবলম্বন করে আপনারা দেখতে পারবেন ডিলিট হয়ে যাওয়া মেসেজ ও। তবে তা সম্ভব কেবল অ্যান্ড্রয়েড মোবাইলে। মুছে যাওয়া মেসেজ দেখতে ডাউনলোড করুন নোটিসেভ নামক অ্যাপটিকে।

Advertisement
Advertisement

এই অ্যাপের একটি পেইড বিকল্প ও রয়েছে, তবে তাতে কেবল কিছু টাকা দিয়েই এই অ্যাপটিকে ডাউনলোড করা যায়। বলা বাহুল্য, কেবল ডিলিট হওয়া মেসেজ ই এই অ্যাপ খুঁজে বের করে দিতে পারে। ডিলিট করা ছবি বা ভিডিও এই অ্যাপের মাধ্যমে খোঁজা সম্ভব নয়। বর্তমান যুগে Whatsapp যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ার কারণে ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখতে হতে পারে প্রেরক বা গ্রাহক উভয়েরই। এমন অবস্থায় নতুন এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেখা যেতে পারে সেই মেসেজগুলি।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, Whatsapp চ্যাটের মধ্যে বর্তমানে রয়েছে একটি ডিলিট ফর এভরিওয়ান বিকল্প। এই ফিচারটি ব্যবহার করে অনেকে চ্যাট ডিলিট করে থাকেন। এই ফিচারটি ব্যবহার করার জন্য গ্রাহককে কেবল দেওয়া হয় ৭ মিনিটের সময়। তবে যদি ৭ মিনিটের মধ্যে গ্রাহক চ্যাটটি ডিলিট না করেন তবে মেসেজটি কেবল গ্রাহকদের জন্য ডিলিট হয়ে যায়। এই অ্যাপ সেই চ্যাট ও সহজে ধরে ফেলতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button