রাজ্য

৫ই এপ্রিল, রাতে সমস্ত আলো বন্ধ রেখে টর্চ মোমবাতি জ্বালালে কি হবে? জানালেন রানাঘাটের সাংসদ

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া: ৫ই এপ্রিল, রাত নটার সময় 9 মিনিট সমস্ত আলো বন্ধ রেখে টর্চ মোমবাতি জ্বালালে কি হবে? জানালেন নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। এই সংকটময় মুহূর্তে তার বক্তব্য অনুযায়ী একাগ্র মানসিকতা তৈরি হবে দেশের জন্য। আরো একধাপ এগিয়ে গিয়ে বলেন, মহাকাশ জগতে নক্ষত্রের সাথে , সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়া নয় মিনিট পরে জ্বলে ওঠা মোমবাতি , টর্চ, মোবাইল ফ্ল্যাশ লাইট এর ছোট ছোট আলোগুলো সঙ্গে তড়িৎ চৌম্বকীয় পরিবেশ তৈরি তৈরি হবে।

Advertisement
Advertisement

Advertisement

যদিও এ বিষয়ে যুক্তিবাদী বিজ্ঞান সংগঠনগুলি কোন বিজ্ঞানভিত্তিক যুক্তি পাচ্ছেন না। সাধারণ মানুষ মানুষের থেকে দ্বিধা বিভক্ত হলেও, আবেগ গত ভাবে অতীতে শালা কাঁসর ঘন্টা বাজানোর মতই অংশগ্রহণ করবে এ বিষয়ে দ্বিমত নেই। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো মুখ খোলেনি এ বিষয়ে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য নানা ট্রোল চলছে এ বিষয়ে। সাধারণ নাগরিকের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, জাতীয় বিপর্যয় মোকাবিলায় এ ধরনের নির্দেশ দ্বন্দ্ব ভুলেই পালন করছে সকলে! কিন্তু গৃহবন্দী মানুষকে ব্যাংক রেশন ওষুধ সংক্রান্ত নানা বিষয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেডরোতেই হচ্ছে! সরকারি সুবিধা মিলছে কই?

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button