ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশ

Pan Card: আপনার প্যান কার্ডের কি মেয়াদ শেষ হয়ে গেছে? তাহলে জেনে নিন কতদিন বৈধ থাকে

আপনার প্যান কার্ড নিয়ে বিভিন্ন অজানা তথ্য আপনারা আজকে জানতে পারবেন

Advertisement
Advertisement

ভারতে আর্থিক কাজকর্মের জন্য যে সমস্ত নথি ব্যবহার করা হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল প্যানকার্ড। আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছুই কিন্তু আপনি এই প্যান কার্ডের মাধ্যমে করতে পারবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে শুরু করে সব কাজেই এই প্যান কার্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনে। তবে আপনাকে জেনে রাখতে হবে, প্যান কার্ড কিন্তু একটি আইনি পরিচয় পত্র হিসেবে এখন ব্যবহার করা যেতে পারে এবং এই কারণে প্যান কার্ডের সঙ্গে কেওয়াইসি জড়িত রয়েছে। প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক করা হচ্ছে বর্তমানে। আপনি যদি এই কাজটা না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড কিন্তু এতক্ষণে ডিসেবল করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। সেই কারণে প্যান কার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে জেনে রাখতে হবে আগে থেকে, যাতে আপনার আর্থিক ক্ষেত্রে কোন অসুবিধা না হয়। প্যান কার্ডের মেয়াদ, কতদিন পর্যন্ত প্যান কার্ড বৈধ থাকে, এই সমস্ত বিষয় যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্যান কার্ড কতদিন বৈধ থাকে এবং কিভাবে আপনি প্যান কার্ড তৈরি করবেন।

Advertisement
Advertisement

কারা ইস্যু করে প্যান কার্ড?

ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড অর্থাৎ NSDL এই প্যান কার্ড জারি করে থাকে। এই কার্ডকে একটি আইনি নথি হিসেবে চিহ্নিত করা হয় কারণ এর মাধ্যমে আপনি আপনার সমস্ত আর্থিক লেনদেন ট্র্যাক করতে পারবেন। কর ফাঁকি ঠেকানোর জন্য প্যান কার্ড আপনি ব্যবহার করতে পারেন।

Advertisement

কতদিন বৈধতা পাওয়া যায়?

প্যান কার্ডের বৈধতা আজীবন থাকে। প্যান কার্ড শুধুমাত্র ব্যক্তির মৃত্যুর পরে বাতিল করা যেতে পারে বা মৃত্যুর শংসাপত্রের সাহায্যে, সমস্ত প্রয়োজনীয় জায়গায় KYC আপডেট করা যেতে পারে। কোনও ব্যক্তির মৃত্যুর পরেই প্যান কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়। প্যান কার্ড সারা জীবন বৈধ থাকে। প্যান কার্ডে একটি ১০ ডিজিটের আলফানিউমেরিক নম্বর রয়েছে। প্যান নম্বরে প্যান কার্ড থাকা ব্যক্তির সমস্ত তথ্য থাকে। আইনত, একজন ব্যক্তির শুধুমাত্র একটি প্যান কার্ড থাকতে পারে। একাধিক প্যান কার্ড রাখার জন্য জরিমানা আরোপের বিধান রয়েছে।

Advertisement
Advertisement

একাধিক প্যান থাকা বেআইনি

আয়কর এর নিয়ম অনুযায়ী কোন ব্যক্তির যদি একাধিক প্যান কার্ড থাকে তবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি। এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে যদি তিনি এরকম প্যান কার্ড ব্যবহার করে থাকেন। আয়কর আইন ১৯৬১ এর ধারা ২৭২বি এর বিধান অনুসারে একাধিক প্যান কার্ড থাকলে আপনার ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে তবে আপনি সেটা সমর্পণ করতে পারেন। আপনি অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতে প্যান কার্ড সমর্পণ করতে পারেন।

কীভাবে প্যান কার্ড তৈরি করবেন?

ঘরে বসে অনলাইনে তৈরি করা যায় প্যান কার্ড। প্রথমে আপনাকে ই-ফাইলিং পোর্টালে যেতে হবে এবং ‘আধারের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান’-এ ক্লিক করতে হবে। এর পর ‘Get New PAN’ নির্বাচন করতে হবে। আপনাকে আধার নম্বর চাওয়া হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। একবার ওটিপি যাচাই হয়ে গেলে, আপনাকে ই-প্যান জারি করা হবে। আপনি চাইলে আপনার আসল প্যান কার্ড বাড়িতে প্রিন্ট ভার্সনে অর্ডার করতে পারেন।

Related Articles

Back to top button