কলকাতানিউজরাজ্য

একটু পরেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝেঁপে ঝড়বৃষ্টি নামবে

আর দু তিন ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস

Advertisement
Advertisement

গরমকাল পড়তে না পড়তেই রাজ্যের তাপমাত্রা অত্যন্ত ঊর্ধ্বমুখী। তবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। গত দুই দিনে বিক্ষিপ্ত বৃষ্টিতে উত্তরবঙ্গের আবহাওয়া অত্যন্ত মনোরম। তবে দক্ষিণবঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গ্রীষ্মের দাপট। উত্তরের মত কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? এই চিন্তাই যখন ভর করছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মাথায়, সেই সময় খুশির খবর শোনালেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই বৃষ্টি পদধ্বনি পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। অবশেষে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে অন্যান্য জেলাগুলিতে।

Advertisement
Advertisement

তবে আবহাওয়া দপ্তর বলছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। কলকাতা শহর সংলগ্ন জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হবে না। তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। খুব বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবার সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলির দিকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। পুরুলিয়াতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় তেমন একটা তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পাওয়ার ফলে গরমের অস্বস্তি বৃদ্ধি পাবে। কলকাতায় তাপমাত্রা বাড়বে, পাশাপাশি বাড়বে অস্বস্তি। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। তবে আদ্রতা বৃদ্ধি পাওয়ার কারণে অস্বস্তি বৃদ্ধি পাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Advertisement

মোটের উপর বাংলায় বৃষ্টি পুরোদমে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এখনই আবহাওয়ার খুব একটা বড় রকম পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত গরম একই রকম থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়াবিদদের একাংশের মতে, আগামী সপ্তাহের শুরুর দিকে কালবৈশাখী হবার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে। তাই কালবৈশাখী সম্ভাবনা প্রবল।

Advertisement
Advertisement

যদিও আবহাওয়া দপ্তর এই নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এভাবেই হাওয়ার গতি থাকলে গরম আরো বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। এবছর নির্ধারিত সময়ের পরে বৃষ্টি হবার কথা। গরম বৃদ্ধি পেলে অস্বস্তি আরও বাড়বে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে। অন্যদিকে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গবাসী এখনো দিন কয়েকের জন্য আরামে থাকতে চলেছেন। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝারগ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button