নিউজরাজ্য

কৃষকদের জন্য আগাম পেনশনের ঘোষণা রাজ্য সরকারের

Advertisement
Advertisement

কলকাতা: দীর্ঘ সময়ের লকডাউন এবং উদ্বেগজনক করোনা পরিস্থিতির কারণে রাজ্যের কৃষক ও মৎস্যজীবীদের কার্যত বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। আর তাই এবার কৃষক ও মৎস্যজীবীদের জন্য নতুন ভাবনা নিয়ে এসেছে রাজ্য সরকার। পুজোর আগে কৃষক ও মৎস্যজীবীদের জন্য আগাম পেনশনের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement

শুধুমাত্র করোনা ভাইরাস নয়, আমফানের কারণেও রাজ্যে কৃষক ও মৎস্যজীবীদের অবস্থা অত্যন্ত খারাপ। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই আগাম পেনশনের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী দু’মাস অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে প্রত্যেক মৎস্যজীবী দু’হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে আগাম পেনশন বাবদ পাবে।

Advertisement

এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা ভাইরাস ও আমফানের জেরে রাজ্যে কৃষক ও মৎস্যজীবীরা অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। আর তাই তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর আগে এই আগাম পেনশন প্রত্যেক কৃষক ও মৎস্যজীবীদের পরিবারে হাসি ফোটাবে বলে আমরা আশাবাদী।’

Advertisement
Advertisement

বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন। আর তাই তার আগে কৃষক ও মৎস্যজীবী ভোটারদের নিজেদের হাতে রাখতে এমন পদক্ষেপ নিয়েছে তৃণমূল-কংগ্রেস, এমনটাই মনে করছে বিরোধী শিবির বিজেপি। ভোটব্যাঙ্ক গোছাতে না আক্ষরিক অর্থে কৃষক ও মৎস্যজীবীদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ তা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে যাই হোক রাজ্য সরকারের এই ঘোষণা কৃষক ও মৎস্যজীবীদের একটু হলেও স্বস্তি দিয়েছে, তা বলাই যায়।

Advertisement

Related Articles

Back to top button