নিউজরাজ্য

তৈরি হচ্ছে নিম্নচাপ, বিকেল গড়ালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়

দক্ষিণ মায়ানমারের একটি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে

Advertisement
Advertisement

আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণ মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি বাংলা উপকূলের কাছাকাছি ওড়িশাতে প্রবেশ করবে। এরপর ঝাড়খন্ড এবং ছত্রিশগড় অভিমুখে এগিয়ে গিয়ে আসতে আসতে দুর্বল হয়ে যাবে। আর এই নিম্নচাপের প্রভাবেই আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ফের দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টি। তারপর আগামীকাল থেকে বৃষ্টির ব্যাপকতা বৃদ্ধি পাবে।

Advertisement
Advertisement

সকাল থেকেই মূলত কলকাতার আকাশ দেখে থাকবে মেঘে। বিকেল পর্যন্ত আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। তারপর বিকেলের পর শহরতলীতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিও হতে পারে। আজকের পর আগামীকাল বৃষ্টির তীব্রতা বাড়বে। আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির ব্যাপকতা বৃদ্ধি পেতে থাকবে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

Advertisement

কলকাতা শহরতলীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রী সেলসিয়াস যা সাধারণের তুলনায় ৪ ডিগ্রি বেশি। এছাড়া গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল সারাদিনে এক ফোটাও বৃষ্টি হয়নি এবং তাই জন্যই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। আজ বিকেল থেকে বৃষ্টি হলে তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন আবহবিদরা।

Advertisement
Advertisement

আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টি নামবে। সেগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে এবং তরাই ডুয়ার্স অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button