নিউজরাজ্য

Weather update : রাজ্যজুড়ে ফের প্রবল ঝড়বৃষ্টি হবে শুক্রবার, কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে? রইল ওয়েদার আপডেট

শনি রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে বৃষ্টির এই নতুন স্পেল

×
Advertisement

গত সপ্তাহ শুরু হয়েছিল ব্যাপক বৃষ্টি ও আকাশের মুখভার নিয়ে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গও। তবে সেই চিত্র এখন উধাও। আবার তপ্ত দুপুর ফিরে এসেছে কলকাতাসহ সংলগ্ন এলাকা। গরমে রীতিমত নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই খুশির খবর শুনিয়েছে হাওয়া অফিস। তপ্ত গরম থেকে রেহাই পেতে বাংলার জেলায় জেলায় হবে ঝড় বৃষ্টি। আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় আকাশের মুখভার। এর মধ্যেই আলিপুর আবহাওয়া অফিস বলেছে যে শুক্রবার ফের রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements
Advertisement

আপাতত দক্ষিণবঙ্গে এখন মেঘলা আকাশের দেখা মিলবে। আজ বেলা গড়ালে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টির নতুন স্পেল দেখা যাবে দক্ষিণবঙ্গে। বিশেষ করে উপকূলের জেলা যেমন দুই মেদনীপুর, হাওড়া এবং দুই ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়বে। পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে গোটা দিন জুড়ে।

Advertisements

আগামী শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশিরভাগ জেলাতেই থাকবে। পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। এছাড়া এই শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে। এই দুর্যোগ চলবে শনি ও রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements
Advertisement

আজ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। বেলা গড়ালে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ তাপমাত্রা সামান্য বাড়বে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০-৯০ শতাংশ।

Related Articles

Back to top button