Today Trending Newsকলকাতানিউজ

ক্রমশ দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বিকেলের পর রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

Advertisement
Advertisement

ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে ক্রমশ দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে এই বসন্তেও। আজ আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দিল্লির মৌসম ভবন। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির ভারী বর্ষণের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন রাজ্যগুলিতে।

Advertisement
Advertisement

সারা বছর জুড়েই বৃষ্টি হয়ে চলেছে পশ্চিমবঙ্গে। এই বসন্তেও তার থেকে রেহাই নেই বঙ্গবাসীর। কাশ্মীর অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ার কারণে বৃষ্টি হতে পারে সমতলের বিভিন্ন অংশে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার বিকেল থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও।

Advertisement

আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ার কারণে বৃষ্টি চলবে বেশ কয়েক দিন। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে রাজস্থানের ওপর। আরব সাগরের জলীয় বাষ্প সংগ্রহ করে সেই নিম্নচাপ যতই পূর্ব দিকে এগিয়ে যাবে, ততই শক্তি বাড়বে নিম্নচাপের। এরফলে ভারী বর্ষণ হতে গাঙ্গেয় সমভূমিতে। তবে বৃষ্টি হলেও উষ্ণতা ক্রমশ বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button