টেক বার্তা

ভোডাফোন আইডিয়া চালু করলো ই-সিম পরিষেবা

Advertisement
Advertisement

ভারতের মুম্বাই, গুজরাট ও দিল্লিতে এবার ই-সিম পরিষেবা চালু করল ভোডাফোন আইডিয়া। এই তিনটি সার্কেলের পোস্টপেইড গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করা হল। ই-সিম ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের কোনো ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করতে হবে না। শুধুমাত্র চিপের মাধ্যমে ই-সিম কার্ডের নেটওয়ার্ক প্রবেশ করানো যাবে। তবে বর্তমানে শুধুমাত্র আইফোন ব্যবহারকারিদের জন্যই এই ই-সিম ব্যবস্থা চালু করল ভোডাফোন আইডিয়া। আগামীতে অন্যান্য গ্রাহকদের জন্য এই পরিষেবা সচল করা হবে।

Advertisement
Advertisement

ই-সিমের সম্পূর্ণ কথাটি হল এম্বেডেড সিম কার্ড (embedded SIM)। কীভাবে সিম কার্ডটিকে মোবাইলে অ্যাক্সেস করবেন, জেনে নিন-

Advertisement

আপনি যদি ভোডাফোন আইডিয়ার গ্রাহক হন তবে এই ই-সিম ব্যবহার করতে পারবেন একটি বার্তার মাধ্যমে। আপনাকে তার জন্য ই-সিম ও নিজের ইমেইল আইডি লিখে SMS করতে হবে 199 নম্বরে। আগে থেকেই মোবাইল নম্বরে যদি ইমেইল আইডি যোগ করা থাকে তবে শুধু ই-সিম লিখে 199 নম্বরে পাঠাতে হবে। এরপর আপনার ই-সিম সম্বন্ধে পাঠানো তথ্য যাচাই করা হবে। একটি বার্তার মাধ্যমে আপনাকে কিউআর কোড পাঠানো হবে। বার্তায় পাঠানো কিউআর কোডটি ডিভাইস থেকে স্ক্যান করতে হবে। এই কাজটি করার সময় মোবাইল ডেটা সচল রাখতে হবে। কিউআর কোড স্ক্যান হয়ে গেলে মোবাইলে একটি কনফার্মেশন মেইল আসবে। ২৪ ঘন্টার মধ্যেই চালু হয়ে যাবে ই-সিম পরিষেবা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button