সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি এক আইএফএস অফিসার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে তার সেই মজার ছলে শেয়ার করে নেওয়া ভিডিওই বিনোদন দিয়েছে নেটজনতার একাংশকে। আর এই ভিডিও শেয়ার করে নিয়েই অফিসার ক্যাপশনে লিখেছিলেন, ভাই-বোনরা ঝামেলায় জড়ালে বড়দের হস্তক্ষেপ করতেই হয়।ভাইরাল হওয়া ঝলকে দুই বাচ্চা হাতিকে শুঁড় দিয়েই লড়াই করতে দেখা গিয়েছে। শুরুতে ছোট হাতিটি ইচ্ছা করেই তার থেকে একটু বড় হাতিটির দিকে তেড়ে যেতে থাকে। এরপরে আর থাকতে না পেরে অন্য হাতিটিও তার দিকে তেড়ে যায়। তেড়ে যেতেই বড় হাতিদের দল এগিয়ে এসে ছোট হাতিটিকে নিজেদের কাছে নিয়ে অন্য হাতিটিকে ভয় দেখিয়ে দেয়। ঠিক যেমন ভাই-বোনদের ঝগড়া হওয়ার সময় ছোটরা দোষ করেও সবার আগে পার পেয়ে যায়, আর বকা খায় বড়রা।When in cousins fight elders have to intervene. pic.twitter.com/TiCATz8uZ6
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 25, 2023
Viral: জোর লড়াই দুই বাচ্চা হাতির, তাদের থামাতে এগিয়ে এলো দলবল
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেরদের বেশিরভাগ সময়টাই…

আরও পড়ুন