ভাইরাল & ভিডিও

Viral: জোর লড়াই দুই বাচ্চা হাতির, তাদের থামাতে এগিয়ে এলো দলবল

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেরদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

Advertisement
Advertisement

এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশ-বিদেশের কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গার ঝলক দেখতে পাই। আর সেই সূত্র ধরে থেকে থেকে এমন কিছু ঝলক নজরে আসে, যা হয়তো সচারচর সাধারণেরা তাদের চারপাশে ঘটতে দেখেন না। সেই দৃশ্য দেখলে হয়তো অবাক হয়ে যেতে হয়। আবার কখনো কখনো সত্যি দৃশ্য বিনোদন দেয় সাধারণকে। বলাই বাহুল্য এই মুহূর্তে তেমনই এক ঝলক টুইটারের মাধ্যমে নেটনাগরিকদের মাঝে ভাইরাল হতে দেখা দিয়েছে।

Advertisement

Advertisement
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি এক আইএফএস অফিসার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে তার সেই মজার ছলে শেয়ার করে নেওয়া ভিডিওই বিনোদন দিয়েছে নেটজনতার একাংশকে। আর এই ভিডিও শেয়ার করে নিয়েই অফিসার ক্যাপশনে লিখেছিলেন, ভাই-বোনরা ঝামেলায় জড়ালে বড়দের হস্তক্ষেপ করতেই হয়।

ভাইরাল হওয়া ঝলকে দুই বাচ্চা হাতিকে শুঁড় দিয়েই লড়াই করতে দেখা গিয়েছে। শুরুতে ছোট হাতিটি ইচ্ছা করেই তার থেকে একটু বড় হাতিটির দিকে তেড়ে যেতে থাকে। এরপরে আর থাকতে না পেরে অন্য হাতিটিও তার দিকে তেড়ে যায়। তেড়ে যেতেই বড় হাতিদের দল এগিয়ে এসে ছোট হাতিটিকে নিজেদের কাছে নিয়ে অন্য হাতিটিকে ভয় দেখিয়ে দেয়। ঠিক যেমন ভাই-বোনদের ঝগড়া হওয়ার সময় ছোটরা দোষ করেও সবার আগে পার পেয়ে যায়, আর বকা খায় বড়রা।

Related Articles

Back to top button