নিউজরাজ্য

কলকাতায় বিভিন্ন বাজারে হানা টাস্ক ফোর্স, কিন্তু কলকাতার পার্শ্ববর্তি অঞ্চলে সব্জির দাম আকাশছোঁয়া

Advertisement
Advertisement

প্রীতম দাস : বুলবুল চলে গেছে অনেকদিন হলো কিন্তু তার রেশ এখনো যেনো কাটছে না। বুলবুল ঝড় পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে যাবার পর থেকে বাজারের আনাজ, তরিতরকারি দাম ঝড়ের গতিতে বেড়ে গেছে। সেই জন্য কলকাতায় বিভিন্ন বাজারে সরকার অনুমোদিত টাস্ক ফোর্স নজর রাখছে মূল্যবৃদ্ধির উপর। কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলে বাজারগুলোতে বাজারমূল্য বেশ চড়া।

Advertisement
Advertisement

সোদপুর স্টেশন সংলগ্ন এক বাজারে পিয়াজের দাম ৮০-৯০ টাকা কেজি। দামের ব্যাপারে তাদের মতামত জানতে চাওয়া হলে তারা বেশ বিরক্তবোধ করেন। একজন বিক্রেতাকে আলুর দাম এর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি উত্তর দিতে চাননা। এরপর কয়েকবার আলুর দাম জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ৫০ টাকা কেজি! সত্যি না মিথ্যা জানি না তবে প্রশ্নবাণে তিনি যে যথেষ্ট রকমের বিরক্ত বুঝতে পারা গেলো।

Advertisement

তবে আরো কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেলো ভালো আলু ২২-২৫ টাকা কেজি দরে বিকচ্ছে। দামের ঠেলাতে মধ্যবিত্তের মাথায় হাত। এখন প্রশ্ন হলো, বুলবুল তো চলে গেছে অনেক দিন হলে কিন্তু বাজারের আনাজে যে বুলবুল ঝড় উঠেছে সেটি কবে থামবে সেটাই এখন দেখার !

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button