একটা সময় তিনি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তাঁকে নিয়েই এখন যাবতীয় আলোচনা। এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার ফলে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। জাতীয় দলের টি-২০ দলে রয়েছেন বরুণ। দলে সুযোগ পাওয়ার পরে তিনি যথেষ্টই উচ্ছ্বসিত। এই নিয়ে তিনি বলেছেন, ‘কী বলব বুঝে উঠতে পারছি না। ভারতীয় দলে ডাক পাওয়া আমার কাছে বিরাট ব্যাপার। আমি এটা প্রত্যাশা করিনি।’
সোমবার অস্ট্রেলিয়া সফরের দল বেছে নেন নির্বাচকরা। আর সেদিনই কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হারতে হয়েছে কলকাতাকে। খেলা চলাকালীনও দল নির্বাচনের ব্যাপারে কিছু জানতেন না বরুণ। খেলার শেষে বরুণ জানতে পারেন নির্বাচকরা তাঁকে দলে সুযোগ দিয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকলকাতার স্পিনার বলছেন, ‘খেলা শেষ হওয়ার পরে আমি জানতে পারি দলে ডাক পেয়েছি। কেকেআরের হয়ে নিয়মিত খেলাই আমার লক্ষ্য ছিল। জয়ের পিছনে যেন অবদান রাখতে পারি, সেদিকেও নজর দিয়েছিলাম। আশা রাখি জাতীয় দলের হয়েও ভাল পারফরম্যান্স করতে পারব। আমার উপরে বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানাই।’
এবারের আইপিএলে এখনো পর্যন্ত ১১ ম্যাচে ১৩টি উইকেট সংগ্রহ করেছে বরুণ। যার মধ্যে ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট।