বন্দে ভারতের জনপ্রিয়তা কোনও নতুন কথা নয়। টিকিট পাওয়া যেন লটারির মতো—চেষ্টা করেও মেলে না অনেকের হাতে। তবে এবার সেই ছবি কিছুটা বদলাতে চলেছে দক্ষিণ রেলের নতুন এক সিদ্ধান্তে।
দক্ষিণ রেলওয়ে ঘোষণা করেছে, নির্দিষ্ট কিছু বন্দে ভারত ট্রেনের জন্য চালু হচ্ছে “লাস্ট-মিনিট টিকিট বুকিং ফেসিলিটি”। অর্থাৎ, ট্রেন ছাড়ার ঠিক ১৫ মিনিট আগেও কাটা যাবে টিকিট। এমনকি, সেই নির্ধারিত স্টেশন ছেড়ে যাওয়ার পরেও যদি কোনও আসন ফাঁকা থাকে, তা হলেও পাওয়া যাবে টিকিট—এই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হল ভারতের আধুনিকতম এক্সপ্রেস ট্রেনের জন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বিশেষ পরিষেবা চালু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের আটটি বন্দে ভারত ট্রেনে এই সুবিধা দেওয়া হচ্ছে। যেমন—
চেন্নাই সেন্ট্রাল–বিজয়ওয়াড়া বন্দে ভারত এক্সপ্রেস
চেন্নাই এগমোর–নাগেরকোলি বন্দে ভারত
কোয়েম্বাটুর–বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত
ম্যাঙ্গালুরু সেন্ট্রাল–তিরুঅনন্তপুরম বন্দে ভারত
ম্যাঙ্গালুরু সেন্ট্রাল–মাদগাঁও বন্দে ভারত
কীভাবে কাজ করবে এই নতুন সিস্টেম?
আগে ট্রেন ছাড়ার কয়েক ঘণ্টা আগেই দ্বিতীয় চার্ট তৈরি হয়ে যেত, তার পরে আর টিকিট পাওয়া যেত না। এখন থেকে, যদি কোনও ট্রেন সকাল ৫টায় ছাড়ে, তাহলে ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত টিকিট কাটা যাবে। অর্থাৎ, ঠিক ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে অবধি চালু থাকবে বুকিং।
অথচ শুধু ট্রেন ছাড়ার আগে নয়, ট্রেন ছেড়ে দেওয়ার পরেও ফাঁকা আসন থাকলে সেই টিকিট বুক করা যাবে অনলাইনে। যেমন ধরুন, কোনও ট্রেন যদি সকাল ৯টায় কোনও স্টেশনে পৌঁছয়, সেই স্টেশন থেকে সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত অনলাইন বুকিং করা যাবে।
দক্ষিণ রেল জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও আসন ফাঁকা থাকার ওপর নির্ভর করেই কাজ করবে এই লাস্ট-মিনিট ফেসিলিটি। এতে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, তেমনই বাড়বে রাজস্বও।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (FAQ):
১. কোন স্টেশন থেকে কাটা যাবে এই লাস্ট-মিনিট টিকিট?
শুধু সেই স্টেশন থেকেই টিকিট কাটা যাবে, যেখান থেকে ট্রেনটি ছাড়বে।
২. ট্রেন ছাড়ার কতক্ষণ আগে পর্যন্ত টিকিট কাটা যাবে?
মাত্র ১৫ মিনিট আগে পর্যন্ত কাটতে পারবেন টিকিট।
৩. ট্রেন ছাড়ার পরেও কি টিকিট কাটার সুযোগ থাকবে?
হ্যাঁ, যদি আসন ফাঁকা থাকে, তবে অনলাইনে সেই সিট বুক করা যাবে।
৪. এই সুবিধা কী সব বন্দে ভারত ট্রেনে মিলবে?
না, আপাতত দক্ষিণ ভারতের আটটি নির্দিষ্ট ট্রেনে মিলছে এই ফিচার।
৫. অনলাইনে কোথা থেকে বুকিং করা যাবে?
IRCTC-এর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকেই বুকিং করা যাবে।